লাল সোনাইলের সৌন্দর্য

আমাদের দেশে লাল সোনাইল ফুল খুব কমই দেখা যায়। ফুলটি বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ফোটে। জলবায়ুভেদে বিভিন্ন দেশে এই ফুল ফোটার সময় ভিন্ন হয়। এই ফুলকে লাল সোনাইল বলা হলেও ফুলের মাঝে গোলাপি রঙের আভাটাই বেশি থাকে। বগুড়ার মহাস্থানগড়ে ফোটা লাল সোনাইলের ছবি নিয়ে এ ছবির গল্প।

১ / ৮
লাল সোনাইল ফুলে বসেছে ভ্রমর।
২ / ৮
নজরকাড়া লাল সোনাইল।
৩ / ৮
গাছের ডালজুড়ে ফুলের সমারোহ।
৪ / ৮
গাছে পাতা নেই, ফুলই বেশি দেখা যাচ্ছে।
৫ / ৮
লাল সোনাইল ফুলের কুঁড়ি।
৬ / ৮
ঝুমকার মতো ফুটেছে ফুল।
৭ / ৮
নাম লাল সোনাইল হলেও এতে গোলাপি রঙের আধিক্য দেখা যায়।
৮ / ৮
এ যেন ফুলের সমারোহ।