সিলেটে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সিলেটে সোমবার দিনভর ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। শ্রাবণের শেষ দিকে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় চলেছেন নগরবাসী। কেউ আবার বৃষ্টিতে ভিজেই পথ চলেছেন। ছবিগুলো আজ সিলেট নগরের কিনব্রিজ, বন্দরবাজার ও হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে তোলা।

১ / ৯
বন্দরবাজার এলাকায় রঙিন ছাতা হাতে পথ চলেছেন এক ব্যক্তি।
২ / ৯
হুমায়ুন রশীদ চত্বর এলাকায় বৃষ্টির মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন রোভার স্কাউটের এক সদস্য।
৩ / ৯
গামছা ও গেঞ্জি মাথায় দিয়ে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় পথ চলেছেন দুই ব্যক্তি।
৪ / ৯
কেউ ছাতা মাথায়, কেউ ভিজেই পথ চলেছেন। নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা।
৫ / ৯
বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা ধরে আরেক হাতে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলা।
৬ / ৯
ট্রাকের ওপর দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন শ্রমিক। হুমায়ুন রশীদ চত্বর এলাকা।
৭ / ৯
মাথায় পলিথিন দিয়ে চলেছেন এক ভ্যানচালক। বন্দরবাজার থেকে তোলা।
৮ / ৯
বন্দরবাজার এলাকায় বৃষ্টির মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন রোভার স্কাউটের সদস্যরা।
৯ / ৯
ছাতা মাথায় কিনব্রিজ এলাকা পার হচ্ছেন লোকজন।