কাজে ফিরছে পুলিশ

প্রায় এক সপ্তাহ পর গতকাল সোমবার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুলিশ। ইউনিফর্ম পরে থানায় থানায় ও ট্রাফিক পয়েন্টে কাজে অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা। গতকাল ও আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশের কার্যক্রমের কিছু মুহূর্ত।

১ / ১০
দায়িত্বে ফিরলে পুলিশকে স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পুলিশ খুলনা নগরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা করে। রূপসা এলাকা, খুলনা শহর, ১৩ আগস্ট
ছবি: প্রথম আলো
২ / ১০
বগুড়া জেলার নানা শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউটের সদস্যরা ট্রাফিক পুলিশের বিভিন্ন সংকেতের প্রশিক্ষণ নিচ্ছেন। শহীদ খোকন পার্ক, বগুড়া, ১৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ১০
ফরিদপুরে কোতোয়ালি থানার কার্যক্রম শুরু করায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। চকবাজার এলাকা, ফরিদপুর, ১৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৪ / ১০
থানার কার্যক্রম শুরু হয়েছে। সেবাপ্রত্যাশীদের সাধারণ ডায়েরি (ওসি) জমা নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। কোতোয়ালি থানা চকবাজার এলাকা, ফরিদপুর, ১৩ আগস্ট
ছবি : আলীমুজ্জামান
৫ / ১০
সরকার পতনের পর থেকে সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছিলেন শিক্ষার্থীরা। গতকাল সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। জনতা ব্যাংকের মোড় আলীপুর এলাকা, ফরিদপুর, ১৩ আগস্ট
ছবি : আলীমুজ্জামান
৬ / ১০
আন্দোলনরত শিক্ষার্থীসহ রোভার স্কাউটসের সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান কর্মক্ষেত্রে ফিরে আসা ট্রাফিক পুলিশের সদস্যদের। মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করছেন রোভার স্কাউটস সদস্যরা। চাষাঢ়া এলাকায়, নারায়ণগঞ্জ, ১৩ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৭ / ১০
থানার দৈনিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। জিডি করতে সাধারণ মানুষের ভিড়। রাজধানীর শাহবাগ থানায়, ১৩ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১০
ট্রাফিক পুলিশ কাজে ফিরতে শুরু করেছেন। তাঁদের এখনো সহায়তা করছেন শিক্ষার্থীরা। রাজধানীর গুলশান ২, ১৩ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১০
পুলিশের সদস্যদের মনোবল চাঙা করতে ব্রিফ করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও থানায়, ১২ আগস্ট
ছবি: দীপু মালাকার
১০ / ১০
সড়কের যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও। বিজয় সরণি এলাকায়, ঢাকা, ১২ আগস্ট
ছবি : তানভীর আহাম্মেদ