চট্টগ্রামে ঈদ ফ্যাশন প্রতিযোগিতা

চট্টগ্রামনগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মোহনা হলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় আলোঝলমলে মঞ্চে সুরের মূর্ছনা আর নৃত্যের ছন্দে অনুষ্ঠান শুরু হয়। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রথম আলো। এবার ২৪তম আসর। এবারের পোশাকে হাল আমলের ট্রেন্ড যেমন ফুটে উঠেছে, তেমনটি জায়গা পেয়েছে ঐতিহ্য। জমজমাট এই ফ্যাশন প্রতিযোগিতার কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

১ / ১২
আলোঝলমলে মঞ্চে হেঁটে আসছেন এক মডেল।
২ / ১২
মঞ্চে বিচারকেরা।
৩ / ১২
মঞ্চে চক্রাকারে হাঁটছেন চার মডেল।
৪ / ১২
ফিউশনের পোশাকে এক মডেল।
৫ / ১২
ডিজাইনারদের সৃজনশীলতার ঝলক দেখা গেল ফ্যাশন শোতে।
৬ / ১২
পোশাকের নকশায় এবার ধরা দিয়েছে তারুণ্য।
৭ / ১২
যুগল পোশাকে মডেলদের ক্যাটওয়াক।
৮ / ১২
প্রতিযোগিতায় মডেলদের ক্যাটওয়াক।
৯ / ১২
শাড়ি পরে হাঁটছেন মডেলরা।
১০ / ১২
পাঞ্জাবিতে দুই মডেল।
১১ / ১২
প্রতিযোগিতায় বিজয়ী ও অতিথিরা।
১২ / ১২
অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।