লাটিম ঘোরে বনবন

গ্রামবাংলার শিশু–কিশোরদের কাছে জনপ্রিয় এক খেলা হলো ‘লাটিম’। সময়ের বিবর্তনে জনপ্রিয় এই খেলার জৌলুশ অনেকটাই কমে এসেছে। তবে এখনো মাঝেমধ্যে শিশুদের লাটিম খেলায় মেতে উঠতে দেখা যায়। বিদ্যালয়ে ছুটির ফাঁকে লাটিম খেলায় মেতে ওঠা গ্রামীণ শিশু-কিশোরদের নিয়ে এ ছবির গল্প।

১ / ৮
স্কুল ছুটির পর মাঠে লাটিম খেলায় মেতে উঠেছে শিশুরা।
২ / ৮
মাটিতে ছোড়ার জন্য লাটিম প্রস্তুত করা হচ্ছে।
৩ / ৮
এবার লাটিম ঘুরবে বনবন।
৪ / ৮
হাতে লাটিম ঘুরিয়ে বেজায় খুশি।
৫ / ৮
নির্দিষ্ট দাগে পুঁতে রাখা হচ্ছে লাটিম।
৬ / ৮
বুকের ওপর ঘুরছে লাটিম।
৭ / ৮
হাতে-বুকে কতভাবেই ঘোরানো হয় লাটিম।
৮ / ৮
লাটিম খেলায় মেতেছে দুই শিশু।