গাছের বাকল

বিভিন্ন প্রজাতির গাছ স মিলে চিড়ে কাঠ সংগ্রহের পর গাছের বাকল জ্বালানি হিসেবে বিক্রি হয়ে থাকে। প্রতিদিন জ্বালানির উদ্দেশ্যে সংগ্রহ করা গাছের বাকল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের অন্যতম কাঠের বাজার পিরোজপুর জেলার স্বরূপকাঠির বিভিন্ন স মিল থেকে সংগ্রহ করা গাছের বাকল নিয়ে ছবির গল্প।

১ / ৮
নৌকা থেকে নামানো হচ্ছে গাছের বাকল।
২ / ৮
শ্রমিকেরা নৌকা থেকে বাকল খালাসের জন্য পারিশ্রমিক পান ৭০০ থেকে ৮০০ টাকা।
৩ / ৮
নৌকা থেকে গাছের বাকল নামানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা।
৪ / ৮
ট্রাকে তোলা হচ্ছে গাছের বাকল।
৫ / ৮
ট্রাকে গুছিয়ে রাখা হয় গাছের বাকল।
৬ / ৮
প্রতিদিন বেশ কয়েকটি ট্রাকে লোড হয় গাছের বাকল।
৭ / ৮
নেছারাবাদ ট্রাক লোড পয়েন্টে নামানো হচ্ছে গাছের বাকল।
৮ / ৮
ট্রাক লোড পয়েন্টে অনেক মানুষ জড়িত এই গাছের বাকল সংগ্রহের কাজে।