পাহাড়ে পেঁপের চাষাবাদ
পাহাড়ে জুমের পাশাপাশি পেঁপের আবাদ করে থাকে ম্রো জনগোষ্ঠী। প্রায় সারা বছরই চাষ করা হয় এই পেঁপে। বাজারে চাহিদাও বেশ। দাম ভালো হওয়ায় প্রতি মণ পেঁপে সময়ভেদে ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করে থাকেন ম্রো কৃষকেরা। বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রামজু ম্রো পাড়া থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮