পাহাড়ে পেঁপের চাষাবাদ

পাহাড়ে জুমের পাশাপাশি পেঁপের আবাদ করে থাকে ম্রো জনগোষ্ঠী। প্রায় সারা বছরই চাষ করা হয় এই পেঁপে। বাজারে চাহিদাও বেশ। দাম ভালো হওয়ায় প্রতি মণ পেঁপে সময়ভেদে ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করে থাকেন ম্রো কৃষকেরা। বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রামজু ম্রো পাড়া থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।

১ / ৮
পেঁপে সংগ্রহ করতে বাগানে যাচ্ছেন দুই ম্রো নারী।
২ / ৮
গাছ থেকে সংগ্রহের পর স্তূপ করে রাখা পেঁপে।
৩ / ৮
পাহাড় বেয়ে পেঁপে নিয়ে আসছেন এক নারী।
৪ / ৮
একে–অপরের সাহায্যে নামানো হচ্ছে পেঁপের ঝুড়ি।
৫ / ৮
ঝুড়ি থেকে নামানো হচ্ছে পেঁপে।
৬ / ৮
গাছে ঝুলে আছে কাঁচা–পাকা পেঁপে।
৭ / ৮
ঝুড়িভর্তি পেঁপে নিয়ে আসছেন এক ম্রো নারী।
৮ / ৮
বাজারে নেওয়ার জন্য পেঁপেগুলো জড়ো করা হচ্ছে।