সবজির চারার গ্রাম

বর্ষার শেষ সময়ে গাছের চারার গ্রামে ব্যস্ত সময় পার করছেন লোকজন। বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার গ্রামের কৃষক শামসুল ইসলাম আশির দশকে স্বল্প পরিসরে সবজির চারা উৎপাদন শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে অন্যরাও চারা উৎপাদনে ঝুঁকে। প্রায় পাঁচ দশকে এখানে রীতিমতো সবজির চারা উৎপাদনে বিপ্লব ঘটেছে। শাজাহানপুর উপজেলা থেকে প্রায় দুই কিলোমিটার অদূরে শাহনগর গ্রামটি অবস্থিত। এখানকার সবজির চারা বগুড়ার চাহিদা মিটিয়ে ২৫ থেকে ৩০টি জেলায় যায়। মৌসুমের দূরদূরান্ত থেকে বিভিন্ন জাতের সবজির চারা কিনতে এ গ্রামে মানুষ এসে ভিড় করেন।

১ / ১০
মরিচ, কপি, শিম, লাউ, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। চারা উৎপাদনের জন্য মাটি প্রস্তুত করছেন এক কৃষক।
২ / ১০
ট্রে পদ্ধতিতে গজানো চারা দিন দিন বড় হচ্ছে।
৩ / ১০
চারার ফাঁকে জন্মানো ঘাস পরিষ্কার করছেন এক নারী।
৪ / ১০
বিক্রির জন্য এক শ মরিচের চারা আঁটি বাঁধা হয়েছে।
৫ / ১০
মরিচ ও ফুলকপির চারা কিনে নিতে দূরদূরান্ত থেকে কৃষকেরা এসে ভিড় জমিয়েছে।
৬ / ১০
মাটি ফুঁড়ে বের হওয়া সদ্য অঙ্কুরিত চারায় পানি দিচ্ছেন এক কৃষক।
৭ / ১০
পলিথিনের ঢেকে রাখা চারার বেড। সেই চারা কিনতে দূরদূরান্তের কৃষকেরা আসছেন।
৮ / ১০
সবজির চারায় নিড়ানি দিচ্ছেন এক কৃষক।
৯ / ১০
ট্রে পদ্ধতিতে গজানো চারা দেখাচ্ছেন এক কৃষক।
১০ / ১০
বিক্রির আশায় চারার পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা।