ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে বিক্ষোভ
ডায়ালাইসিস ফি কমানো এবং ভর্তুকির সেশন কমিয়ে আনার দাবিতে কিডনি রোগী ও তাঁদের স্বজনেরা আজ মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মারধরের শিকার হয়েছেন রোগী ও স্বজনেরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার দিকে পুলিশ রাস্তা থেকে রোগী ও স্বজনদের তুলে দেয়। এ সময় অনেককে মারধর করা হয়। ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চার দিন ধরে রোগী ও স্বজনেরা বিক্ষোভ করছেন। প্রথমে হাসপাতালের নিচতলায় বেসরকারি প্রতিষ্ঠান স্যানডোরের সামনে তাঁরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কোনো সুরাহা না হওয়ায় আজ রাস্তায় নামেন।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩