বিজয় দিবসে ছায়ানটের পরিবেশনা

দেশের গান, আবৃত্তি, নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপন করল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে লাল-সবুজের পোশাকে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিল।

১ / ১২
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ জাতীয় পতাকা উত্তোলন করেন।
২ / ১২
গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশনা।
৩ / ১২
একক গানের পরিবেশনা।
৪ / ১২
সমবেত নৃত্যের পরিবেশনা।
৫ / ১২
সমবেত নৃত্যের একটি মুহূর্ত।
৬ / ১২
আবৃত্তি পরিবেশনা।
৭ / ১২
সমবেত নৃত্য।
৮ / ১২
একক সংগীত পরিবেশনা।
৯ / ১২
গান পরিবেশনের সময় দর্শকসারিতে থাকা এক শিশু নেচে ওঠে।
১০ / ১২
সমবেত নৃত্য পরিবেশনা।
১১ / ১২
জাতীয় সংগীতের সময় সবাই উঠে দাঁড়ান।
১২ / ১২
জাতীয় সংগীত পরিবেশনকালে সবাই দাঁড়িয়ে সুর মেলান।