অমিক্রনের মধ্যে দেশে দেশে বড়দিন

বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে অমিক্রন। এরই মধ্যে খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব বড়দিন আজ। এ উপলক্ষে দেশে দেশে শুরু হয়েছে উৎসব। আলোকসজ্জায় রঙিন হয়েছে গির্জাগুলো। অনেক স্থানে সাজানো হয়েছে সড়ক ও ভবন। আর সান্তা ক্লজ বেরিয়ে পড়েছেন উপহারের ঝুলি নিয়ে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের আলোকচিত্রীদের তোলা ছবিতে বড়দিনের খণ্ডচিত্র।

১ / ৮
মধ্যরাতে চলছে প্রার্থনা। মাদার তেরেসা ক্যাথেড্রাল, প্রিস্টিনা, কসোভো, ২৫ ডিসেম্বর
ছবি: এএফপি
২ / ৮
বড়দিনের আগে সন্ধ্যায় সেন্ট জর্জ ক্যালডিয়ান চার্চে প্রার্থনা। বাগদাদ, ইরাক, ২৪ ডিসেম্বর
ছবি: রয়টার্স
৩ / ৮
ক্রিসমাস ইভ হলি মাস আয়োজন শেষে সেন্ট পিটার্স ব্যাজিলিকা গির্জা থেকে বেরিয়ে আসছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান, ২৪ ডিসেম্বর
ছবি: রয়টার্স
৪ / ৮
সান্তা ক্লজের পোশাক পরে কোকোয়া সৈকতে হাজারো মানুষ। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ২৪ ডিসেম্বর
ছবি: রয়টার্স
৫ / ৮
বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে সার্ফিংয়ে। কোকোয়া সৈকত, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ২৪ ডিসেম্বর
ছবি: রয়টার্স
৬ / ৮
সান্তা ক্লজের পোশাক পরে নার্সিংহোমে উপহার বিতরণ করছেন এক ব্যক্তি। ব্রুকলিন, নিউইয়র্ক, ২৪ ডিসেম্বর
ছবি: এএফপি
৭ / ৮
এটি একটি পানশালা। বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে এটি। লন্ডন, যুক্তরাজ্য
ছবি: রয়টার্স
৮ / ৮
চলছে ফুটবল খেলা। চেন্নাই, ভারত, ২৩ ডিসেম্বর
ছবি: এএফপি