মফস্‌সলে মাদকের বিস্তার

মাদকের দৌরাত্ম্য এখন সর্বত্র। শহর থেকে শুরু করে মফস্‌সলের অলিগলি ও গ্রামের হাট পর্যন্ত। উঠতি বয়সের কিশোর ও তরুণেরা যতই দিন গড়াচ্ছে, ততই বেশি মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তারা কৌতূহলবশত বিভিন্ন ধরনের মাদক সেবন করছে এবং মাদকাসক্ত হয়ে যাচ্ছে।

এই কিশোর ও তরুণেরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু দেখা যাচ্ছে, মাদকের প্রভাবে একটা মাদকাসক্ত অসুস্থ সমাজ তৈরি হচ্ছে। এই মাদকের প্রভাবে শিক্ষাক্ষেত্রেও একটা ক্ষতিকর প্রভাব পড়েছে।

গ্রামের হাতে গোনা কিছুসংখ্যক ছোট চায়ের দোকানে লোকচক্ষুর আড়ালে মাদকের রমরমা ব্যবসা চলছে। শহরের তুলনায় গ্রামে মাদকবিরোধী অভিযান তেমন জোরালো না। গ্রামগঞ্জে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর অনুরোধ জানাই।

মো. সাব্বির হোসেন

শিক্ষার্থী

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল