প্রতিটি হাসপাতালে মানবতার দানবাক্স চাই

Galib Mujahid

আমরা বিভিন্ন ধর্মীয় স্থান বা উপাসনালয়ে দানবাক্স দেখে থাকি কিন্তু হাসপাতালে কোনো দানবাক্স দেখতে পাই না। দানবাক্সের প্রয়োজন হাসপাতালও। হাসপাতালে বিভিন্ন স্থান থেকে জরুরি চিকিৎসার জন্য রোগী এসে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য যেটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ রোগী কিংবা রোগীদের যারা নিয়ে আসেন তাঁদের অনেকের কাছে থাকে না। সে ক্ষেত্রে দেখা যায় অর্থের ব্যবস্থা করে রোগীর চিকিৎসা করাতে অনেকটাই দেরি হয়ে যায়। এতে করে রোগীর স্বজনদের নানার সমস্যার সম্মুখীন হতে হয়। তাছাড়া রোগীর কষ্ট তো আছেই।

হাসপাতাল এমন একটি জায়গা যেখানে কোনো দোকানদার আপনাকে বাকিতে ওষুধ সরবরাহ করবে না। কারণ তাঁদের সঙ্গে রোগী কিংবা রোগী নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে পূর্বপরিচয় থাকে না। যদি হাসপাতালে দানবাক্স থাকত তাহলে হয়তো সেই দানবাক্স থেকে কিছু টাকা নিয়ে হলেও রোগীকে প্রাথমিক চিকিৎসা করানো যেতো।

হাসপাতালে বিভিন্ন সমস্যার রোগী এসে থাকেন। তার মধ্যে সড়ক দুর্ঘটনার শিকার আহতরাও থাকেন। যাদের রাস্তা থেকে সাধারণ জনগণ উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। তারপর দুর্ঘটনায় শিকার রোগীর পরিবারের খোঁজ নিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা আসা পর্যন্ত রোগীর চিকিৎসা বেশির ভাগ সময় বন্ধ থাকে। কারণ তাঁদের যারা নিয়ে আসে সবার পকেটে সব সময় পর্যাপ্ত টাকা থাকে না যে আহত রোগীর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করবেন। এতে করে রোগীর অবস্থা অনেকটা খারাপের দিকে চলে যায়। হাসপাতালে দানবাক্সে থাকলে হয়তো ভবিষ্যতে এমন সমস্যা অনেকটাই কমে আসবে। দূরের গ্রাম থেকে অনেক লোকজন উন্নত চিকিৎসার জন্য শহরের হাসপাতালে ছুটে আসেন। মাঝে মাঝে দেখা যায় তাঁদের কাছেও পর্যাপ্ত টাকা থাকে না চিকিৎসা করানোর মতো।

অনেক ক্ষেত্রে রোগীদের কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর প্রয়োজন পড়ে। কিন্তু সে সব করানো তাঁদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই বাধ্য হয়ে তাঁরা সেই অসুস্থ রোগীকে নিয়ে আবারো গ্রামে ফিরে যান এতে করে রোগীর শারীরিক অবস্থার অনেক অবনতি হয়ে যায়। যদি হাসপাতালে দানবাক্স থাকত তাহলে সেই দানবাক্সে থেকে কিছু টাকা নিয়ে হলেও গ্রাম থেকে ছুটে আসা অসহায় মানুষের অনেক উপকার হতো।

পরিশেষে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে  হাসপাতালে শুধু দানবাক্স বসালে হবে না, এই বাক্সে মানবিক বিবেচনায় যারা হাসপাতালে যান এবং যাদের আর্থিক অবস্থা ভালো তাঁদের কিছু টাকাও হলেও দান করতে হবে। আসুন আমার সবাই মিলে দেশের মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিই। তাহলে অন্তত আমার আপনার দেশের মানুষের কিছুটা হলেও উপকার হবে।

মো. ইখতিয়ার হোসেন
শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম