অষ্টগ্রামে পানি সংকট চরমে

অষ্টগ্রাম উপজেলায় পানির সংকট বর্তমানে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় এই সংকট দিন দিন তীব্রতর হচ্ছে।

কৃষিনির্ভর এই অঞ্চলের অধিকাংশ মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করেন কৃষিকাজের মাধ্যমে। ফলে পানির অভাব শুধু কৃষি নয়, বরং এখানকার সামগ্রিক জনজীবনেই নেতিবাচক প্রভাব ফেলছে।

সেচের জন্য বহু এলাকায় গভীর নলকূপের ব্যবহার থাকলেও নলকূপের পানি উত্তোলন এখন কঠিন হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় গভীর নলকূপে সামান্য পানি থাকলেও সাধারণ পাম্প দিয়ে সেই পানি উত্তোলন সম্ভব হচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় অগভীর নলকূপ ও টিউবওয়েল থেকে এখন আর পানি পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৮০ শতাংশ টিউবওয়েলে কোনো পানি নেই। মানুষের দৈনন্দিন গৃহস্থালি কাজে সংকট দেখা দিচ্ছে, সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে সুপেয় পানির সংকটে।

এই সংকট শুধু কৃষকের সমস্যা নয়; এটি এখন পুরো অঞ্চলের মানুষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানির সংকট নিরসনের রেইন ওয়াটার হার্ভেস্টিং পদ্ধতির প্রচলন এবং আধুনিক পানি ব্যবস্থাপনা প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া উচিত। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশাসনের সহায়তায় ভূগর্ভস্থ পানির স্তরের পরিমাপ এবং পানির পুনর্ভরণ প্রকল্প বাস্তবায়ন করা হলে সমস্যা অনেকটাই কমানো সম্ভব। এ সংকটের টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি , যাতে এখানকার মানুষ একটি সুস্থ, নিরাপদ ও স্বস্তির জীবন যাপন করতে পারে।

নুসরাত জাহান

অষ্টগ্রাম, কিশোরগঞ্জ