শীতমগ্ন

বাতাসে শীতের গান;

দূর থেকে দেখা

কুয়াশা–রুমাল আর

ছাতিমপাতার ফাঁক বেয়ে ঝরে পড়া

স্ফটিক শিশির—

পুরোনো জংশন চিরে বেজে ওঠা

দূরের কানাড়া আর

আধোনীল হারিকেন জ্বলা

ডাকিনীর ডেরা—

আমাকে জানিয়ে গেছে অসমাপ্ত শীতবার্তা!

বনময়ূরীর মনোলগ

শীতভেজা ঝোপের আড়ালে আর

কুয়াশাকুটিরে লেখা

চোলীছেঁড়া নাচলিপি—

হিমেল হাওয়াঘেরা

ফেলে আসা উড়োচিঠি আর

দেবীর উঠোনে জ্বলা

খড়কুটো রতির আরতি—

কুয়াশা মোড়ানো রাতে

আমাকে বুঝিয়ে গেছে অমুদ্রিত শীতগাথা!