হরিণী

শরীর সুতো, মন কারিগর

তোমার অবহেলা অনেক প্রকার

আমার কেবল অপেক্ষা আর

পথের দিকে চেয়ে থাকা

নির্নিমেষে,

যদি তুমি দাঁড়াও এসে

কাজলচোখে।

আশার চেয়ে, বাসা ভালো

কাঙাল কেবল, গান গেয়ে যায়

ঝরুক ফুল তোমার মাথায়

ভরদুপুরে, বিকেলবেলা

সূর্য মেখে

প্রেম কিছু না, এ মানি না

তোমায়পেলে!