গানের নির্জনতা
বৃষ্টিতে ভিজছে এই বুর্বক দুপুর
ক্রিপলডের দিকে ছুড়ে দেওয়া রেজগি ভিজছে,
কবিরের দোহায় হাওয়াসন্ধি ভিজছে,
ভিজছে ট্রান্সজেন্ডারের হাতে অন্যমনস্ক পার্সিমন
তোমার কণ্ঠে আমার যে নিত্য জাহাজডুবি,
তুমি উদ্ধারকারী হয়ে কামিনীকুসুমের সেই কাঁপনে
নামলে না!
ভেজা দেশলাইয়ের বাক্সে জমানো গান,
প্রিয় গান, তোমায় কার বিরহে রেখে যাব?