পত্র উড়ে যায়
শিউলি ফুলের গন্ধে আমার ভরেছে দুই পকেট
ঠোঁটের কাছে পড়ল এসে তোমার বুকের লকেট
দেহের মধ্যে উড়ন্ত এক ফড়িং, তাহার সঙ্গে দেখা
প্রজার মতো চুম্বনেরই কথা লিখছি বসে একা
একা বসে লিখে রাখছি টেবিল-পত্র উড়ে যায়
দেখার সঙ্গে একটা বিকেল—উড়তেছি সন্ধ্যায়;
তোমার সঙ্গে দেখা হওয়ার কথাই ছিল ঠিক,
সেজদা দিয়ে উঠেই দেখি, তুমিটাই মৌলিক।