গরম বাতাস
শহরে হঠাৎ শীত নেমে এল,
রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে
পলিথিন ব্যাগ খুলে দেখি
এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস
পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—
কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো
মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস
শহরে হঠাৎ শীত নেমে এল,
রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে
পলিথিন ব্যাগ খুলে দেখি
এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস
পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—
কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো
মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস