যুগে যুগে রহস্যময় ঋতুর চক্র 

তোমার বেদনাকে তুমি ছাপিয়ে যেতে না পারো যদি

আর তোমার বেদনা তোমাকে,

তবে এ প্রতিবর্ত ক্রিয়ার বিপরীতে

মুখোমুখি বসো;

তুমি ও তোমার বেদনা মিলে যাও পরস্পরে

যা কিছু ছুড়ে ফেলতে চাও

যা কিছু ধরতে চাও জড়িয়ে

তা কিছু সমান্তরালে ভাসে

লোহিতকণা থেকে পরমাণু

ফেলনা নয়

কিছুই হারিয়ে যায় না; দুর্ভেদ্য দেয়ালে

তুমি ও তোমার বেদনা ঘুরপাক খায়

তোমাদের বিযুক্তির অক্ষমতায়

পারস্পরিক প্ল্যানেটারি নিয়মে