শান্তির গোলকধাঁধা
ইচ্ছে হয়, দিব্য আত্মার বাইরে
মৃত আত্মার কাছে ফিরে যাই।
এখানে যে জলপাইগাছের নিচে
ফুরফুরে একটা জীবন কাটিয়ে
দেওয়ার কথা, তার চেয়ে তার
কম সময়েই চলে যেতে হয়!
প্রত্যেক দুঃখের একেকটা ঘরে
জেগে থাকে শুধু স্বপ্নটাই, আর
পড়ে থাকে মায়ার ভেতর ছায়া!
তা সত্ত্বেও অস্ত্র তো মানুষ নয়,
তা সত্ত্বেও ভূখণ্ড নয় স্বাধীনতা!
তারপরও স্মৃতি থেকে ভেসে ওঠে
রক্তাভ মুখ, মানুষের এতিম কণ্ঠ!
স্বপ্নে যে শিশুদের চিৎকার শুনে
আমাদের ঘুম ভাঙে প্রতিদিন,
সেখানেই লুকিয়ে থাকে এক
পালানো শান্তির গোলকধাঁধা!