কেরালা লিটারেচার ফেস্ট শুরু

কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে অতিথিরা

ভারতের কেরালার কোঝিকোড়ে কেরালা লিটারেচার ফেস্টিভ্যাল (কেএলএফ) শুরু হয়েছে। চার দিনের এই সাহিত্য উৎসব শুরু হয়েছে ২৩ জানুয়ারি এবং শেষ হবে ২৬ জানুয়ারি। কেএলএফের অষ্টম আসরে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই নোবেল বিজয়ী এস্থার ডুফলো ও ভেঙ্কি রামকৃষ্ণান।

কেরালা সাহিত্য উৎসবের তিন শতাধিক সেশনে প্রায় ৬০০ বক্তা বিভিন্ন বিষয়ে কথা বলবেন। ২০ জানুয়ারি উৎসবের প্রধান ফ্যাসিলিটেটর রবি দীসি বলেছেন, এবার কেএলএফ বুক অব দ্য ইয়ার পুরস্কার চালু হচ্ছে।

এই সাহিত্য উৎসবে আলোচনা সভার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে হরিপ্রসাদ চৌরাসিয়া অ্যান্ড এল. সুব্রামানিয়াম। 

সূত্র: দ্য হিন্দু