ইকোনমিস্ট–এর চোখে সেরা ১০ উপন্যাস

ইউনেসকো বলছে, প্রতিবছর বিশ্বজুড়ে অন্তত ২২ লাখ বই ছাপা হয়। এ বছরও বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে লাখ লাখ বই। সেসব বইয়ের মধ্যে থেকে আলোচিত কিছু বইয়ের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সেই তালিকা থেকে ২০২৪ সালের সেরা ১০ উপন্যাসের কথা জানাচ্ছেন শাকের এহসান

১. ক্রিয়েশন লেক

জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক র্যাচেল কুশনারের নতুন উপন্যাস ক্রিয়েশন লেক নিয়ে এ বছর পাঠকের মধ্যে বেশ সাড়া ছিল। বছরজুড়েই আলোচনায় ছিল উপন্যাসটি। থ্রিলার ধাঁচের এই উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে ‘স্যাডি স্মিথ’ নামের একজন গোয়েন্দাকে ঘিরে। ৪১৬ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে স্ক্রাইবনার।

২. দ্য ইম্পোজিয়াম

সাহিত্যে নোবেল বিজয়ী পোল্যান্ডের ঔপন্যাসিক ওলগা তোকারচুক এ বছর লিখেছেন দ্য ইম্পোজিয়াম। একজন ভোগবাদী তরুণ পর্বত ভ্রমণে যায়। পাহাড়টির নাম ‘দ্য ম্যাজিক মাউন্টেইন’। সেখানে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা নিয়েই এই উপন্যাস। ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া তোকারচুক মানবমনের অন্ধিসন্ধি নিয়ে কাজ করতেই পছন্দ করেন। তিনি তাঁর গল্প–উপন্যাসে মানুষের মনের অন্ধকার দিকগুলোর ওপর এমনভাবে আলো ফেলেন, যা দেখে চমকে ওঠেন পাঠক।

৩. ফায়ার এক্সিট

মার্কিন লেখক মর্গান টালটির উপন্যাস ফায়ার এক্সিট এ বছরের পুরোটাজুড়েই আলোচনায় ছিল। একজন মানুষ তার সম্প্রদায় থেকে নির্বাসিত হয়েছে। সেই হৃদয়বিদারক কাহিনি নিয়েই মর্গান লিখেছেন ফায়ার এক্সিটপন্যাসটিতে স্থান পেয়েছে খুন, ভালোবাসা ও সামাজিক বন্ধন।

৪. গোয়িং হোম

একটি মাতৃহীন শিশু ও তিন পুরুষকে নিয়ে লেখা উপন্যাস গোয়িং হোম। পিতৃত্ব ও পুরুষের বন্ধুত্ব যে কত বিচিত্র হতে পারে, তা এই উপন্যাস নিখুঁতভাবে দেখিয়েছে। এর পুরো কৃতিত্ব ব্রিটিশ লেখক টম লেমন্টের। টম মূলত সাংবাদিক। পাশাপাশি উপন্যাস লিখে ইউরোপ ও আমেরিকা দুই মহাদেশেই সুনাম কুড়িয়েছেন তিনি। যাঁরা টম লেমন্টের গোয়িং হোম পড়েছেন, তাঁরা জানেন প্রেম ও ত্যাগ কীভাবে হাত ধরাধরি করে চলে।

৫. দ্য গ্র্যান্ডডটার

স্ত্রী মারা যাওয়ার পর এক গোপন অতীত চোখের সামনে উন্মোচিত হয় এক বইবিক্রেতার। সেই রহস্যময় অতীতের খোলস খুলতে খুলতে এগিয়ে যায় গল্পের কাহিনি। আর এর সঙ্গে যুক্ত হয় পশ্চিম বার্লিনের বিভাজন ও রাজনীতি। জার্মানির এই সময়ের জীবন্ত কিংবদন্তি লেখক বার্নহার্ড শ্লিঙ্ক লিখেছেন এই আখ্যান। নাম দিয়েছেন দ্য গ্র্যান্ডডটার উপন্যাসটি বছরজুড়ে আলোচনার তুঙ্গে ছিল।

৬. দ্য হার্ট ইন উইনটার

উপন্যাসটি সম্পর্কে দ্য গার্ডিয়ান লিখেছে, এই বইয়ের প্রতিটি ঘটনা, প্রতিটি প্রেক্ষাপট, প্রতিটি বাক্য অপার অনুপ্রেরণামূলক ও আনন্দদায়ক। আইরিশ লেখক কেভিন ব্যারির লেখা একই সঙ্গে প্রহসনমূলক ও ট্র্যাজিক। উপন্যাসের দুই অন্যতম চরিত্র ফ্লান ও’ব্রায়েন ও কম্যাক ম্যাকার্থির বিয়ে আপনাকে নানা ভাবনার জোগান দেবে। ডাবলিডে থেকে প্রকাশিত ২৫৬ পৃষ্ঠার উপন্যাসটি বছরজুড়েই আলোচনায় রয়েছে।

৭. হেল্প ওয়ান্টেড

ঘটনাস্থল নিউইয়র্ক। একটি ‘অন্ধকূপের মতো’ দেখতে গুদাম, কয়েকজন কর্মচারী ও একজন নিয়োগকর্তাকে ঘিরে অতিসাধারণ এক উপন্যাস। কিন্তু উপন্যাসটি সম্পর্কে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বইটি তাঁর এ বছরের পড়ার তালিকায় ছিল, তখন বুঝতে অসুবিধা হয় না যে উপন্যাসটি অসাধারণ। মার্কিন লেখক অ্যাডেলে ওয়াল্ডম্যানের এই উপন্যাস প্রকাশ করেছে ডব্লিউ ডব্লিউ নরটন।

৮. হাম

কৃত্রিম বুদ্ধিমত্তার এই রমরমা উত্থান কি শেষ পর্যন্ত মাতৃত্বের ওপরও প্রভাব ফেলবে? একেবারে একঘরে করে ফেলবে মায়েদের? এমন এক জটিল আশঙ্কাকেই মোকাবিলা করা হয়েছে হাম উপন্যাসে। লিখেছেন মার্কিন লেখক হেলেন ফিলিপস। নিজে একজন নারী বলেই কি মাতৃত্বের সংকট এত গভীরভাবে তুলে ধরতে পারলেন? উপন্যাসটির ভাষা, এর বর্ণনাভঙ্গি ও উপস্থাপনা সম্পর্কে দ্য নিউইয়র্কার বলেছে, ‘অসাধারণ’।

৯. ইন্টারমেজো

স্যালি রুনি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আইরিশ এই লেখক এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর চতুর্থ উপন্যাস ইন্টারমেজো বলা হচ্ছে, এই উপন্যাস সম্ভবত তাঁর সেরা সৃষ্টিকর্মের স্বীকৃতি পেতে যাচ্ছে। আইরিশ দুই ভাইকে নিয়ে এগিয়েছে গল্পের কাহিনি। এক ভাই আইনজীবী, আরেক ভাই দাবাড়ু। দুজনই ত্রিশোর্ধ্ব। তাঁদের জীবযাপন, নারীপ্রেম ও সম্পর্কের জটিলতাই এই উপন্যাসের উপজীব্য।

১০. জেমস

যাঁরা মার্ক টোয়েনের অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন পড়েছেন, তাঁরা পার্সিভাল ইভারেটের জেমস পড়তে গিয়ে চমকে উঠবেন। কারণ, জেমস লেখা হয়েছে হাকলবেরি ফিন–এর আঙ্গিকেই, তবে নতুন কল্পনার মিশেলে। অসাধারণ এই উপন্যাস ২০২৪ সালজুড়েই রয়েছে আলোচনায়।