পিপীলিকার পথচলা শুরু
বাংলা নববর্ষের কয়েক ঘণ্টা আগে চালু হয়ে গেল দেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’। এর মাধ্যমে যেকোনো প্রয়োজনীয় তথ্য এখন বাংলায় খুঁজে পাওয়া যাবে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপসী বাংলা হোটেলে তথ্য যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ দেশের প্রথম ও পূর্ণাঙ্গ এই সার্চ ইঞ্জিনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল ও গ্রামীণফোন আইটির প্রধান নির্বাহী রায়হান শামসি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং জিপি আইটি লিমিটেড যৌথভাবে তৈরি করেছে এই বাংলা সার্চ ইঞ্জিন।পিপীলিকার প্রধান গবেষক রুহুল আমিন সজিব বলেন, ‘পিপীলিকা একটি মিরাকল। এটা তৈরিতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এক বছরের পরিশ্রমের পর পিপীলিকা তৈরি সম্ভব হয়েছে। এর নিরাপত্তাব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে। এটি পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হিসেবে ২০ কোটির বেশি মানুষকে বাংলা তথ্য খোঁজায় সহায়তা করবে। একটি তরুণ শিক্ষার্থীদের দলের প্রচেষ্টার ফসল পিপীলিকা।সজিব আরও বলেন, বাংলা ভাষায় প্রতিনিয়ত তথ্য বাড়ছে। আর এ তথ্য খোঁজার জন্য আমাদের নিজস্ব একটা সার্চ ইঞ্জিন দরকার হয়ে পড়ছিল। ভবিষ্যতে পিপীলিকার উন্নয়ন অব্যাহত থাকবে।পিপীলিকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘পিপীলিকা তৈরির মাধ্যমে আমরা অনেক বড় ধরনের কাজ করে ফেলেছি। নামটিও অনেক সুন্দর হয়েছে। পিপীলিকা নামটির মধ্যেই তথ্যভাণ্ডার কথাটি রয়েছে।’আয়োজকেরা জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একদল শিক্ষার্থী দীর্ঘ পরিশ্রমে দেশের প্রথম এই বাংলা সার্চ ইঞ্জিন বাস্তবায়ন করেছেন। তাঁদের সব ধরনের সহায়তা দিয়েছে গ্রামীণফোন আইটি। আয়োজকেরা আরও জানান, পিপীলিকায় বাংলায় তথ্য অনুসন্ধানের জন্য নিজস্ব বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানানও দেন, পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালাবে, ফলাফল দেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেবে তার কোন শব্দের বানান ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। যেকোনো স্ট্যান্ডার্ড বাংলা কিবোর্ড সফটওয়্যার ব্যবহার করে বাংলায় অনুসন্ধান করা যাবে।সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষসহ আরও অনেক কিছু থাকছে পিপীলিকায়। pipilika.com নামে অনুসন্ধান দিলেই পাওয়া যাবে এই সার্চ ইঞ্জিন।