২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ব্রঙ্কসে ফোনের দোকানে চুরি

নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টারে ‘ফোনস ক্লাব’ নামের একটি ফোনের দোকানে চুরি সংগঠিত হয়েছে। দোকানের গ্লাস ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ফোন সেটসহ প্রায় ৩৫ হাজার ডলারের মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয় ৪৯ প্রিসিঙ্কটে একটি মামলা দায়ের করা হয়েছে।
দোকানের স্বত্বাধিকারী সুমন চৌধুরী জানান, আইফোন সহ বিভিন্ন মডেলের বেশ কিছু নতুন ফোন ছিল তাঁর দোকানে। তিনি ছুটিতে যাবেন বলে বেশ কিছু ফোন সরঞ্জামও তুলেছিলেন দোকানে। দুর্বৃত্তরা সবই লুট করে নিয়ে গেছে।
সুমন চৌধুরী জানান, ৬ জুলাই ভোর পাঁচটায় তিনি পুলিশের ফোন পেয়ে দোকানে এসে দেখেন দুর্বৃত্তরা দোকানের সব মালামাল লুট করে নিয়ে গেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ১৮ থেকে ২০ বছর বয়সী চারজন দোকানের সামনে গাড়ি থেকে নামে। তাঁরা প্রথমে দোকানের তালা ভাঙার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে শার্টার খুলে কাচ ভেঙে ভেতরে ঢোকে।