এসেনশিয়াল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের টিকিট বিক্রি শুরু
কোভিড-১৯ মহামারির পর নিউইয়র্কে উড়োজাহাজের টিকিট বিক্রয় প্রতিষ্ঠান এসেনশিয়াল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আবার উড়োজাহাজের টিকিট বিক্রি শুরু করেছে। গত সপ্তাহ থেকে এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
কোভিড-১৯ মহামারির সময় পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াতকারী ফ্লাইটগুলো এয়ারলাইনস কর্তৃপক্ষ স্থগিত রাখে। এ কারণে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি। হাতে গোনা দু-একটি স্পেশাল ফ্লাইট চালু ছিল। বর্তমানে বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিলে আবারও টিকিট বিক্রির কার্যক্রমও শুরু হয়। জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, জ্যাকসন হাইটস থেকে এসেনশিয়াল ট্রাভেলের টিকিট সংগ্রহ করতে পারবেন। এসেনশিয়াল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সিইও মোহাম্মদ হোসেন ইশতিয়াক বলেন, ‘আমরা আবার টিকিট বিক্রি শুরু করেছি এবং সাড়াও পাচ্ছি। গ্রীষ্মের ছুটি ও ঈদে দেশে যেতে চাইলে এখনই টিকিট বুকিং দেওয়ার সঠিক সময়।’