২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আর শরণার্থী নেবে না টেক্সাস

নতুন করে আর কোনো শরণার্থী নেবে না আমেরিকার দ্বিতীয় বৃহত্তম রাজ্য টেক্সাস। শরণার্থী ও অভিবাসীদের আশ্রয় না দেওয়ার ব্যাপারে এখন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে চলা হবে।

১০ জানুয়ারি এক বিবৃতিতে এ সম্পর্কিত ঘোষণা দেন রাজ্যের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। এর মধ্য দিয়ে ট্রাম্প সরকারের শাসনামলে শরণার্থীদের ‘না’ বলার ক্ষেত্রে টেক্সাসই প্রথম রাজ্য।

অ্যাবোটের এই ঘোষণা টেক্সাসে আসা ও ইতিমধ্যে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য অভিশাপ হিসেবে হাজির হবে। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে সব অঙ্গরাজ্যেই ওই কর্মসূচি গ্রহণ করতে বলা হয়।

গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করতে যে পরিমাণ শরণার্থী নেওয়ার কথা টেক্সাসে তার চেয়েও বেশি আছে।