আনন্দমেলা রংপুর জেলা অ্যাসোসিয়েশনের

রংপুর জেলা অ্যাসোসিয়েশন ইন্ক-এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই লং আইল্যান্ডে বেথপেজ স্টেট পার্কের ব্লুবার্ড প্যাভিলিয়নে এই আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আনন্দমেলা ও বার্ষিক বনভোজনে নিউইয়র্কের বেথপেজ স্টেট পার্কে তিন শতাধিক প্রবাসী রংপুরবাসী ও আমন্ত্রিত অতিথিদের সমাগমে মুখর হয়েছিল। অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এরপর একে একে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিঞা দুলু, মোহাম্মদ খাঁন মোহর, জাকিউল উদ্দিন উৎপল, আ. কুদ্দুছ মিঞা কানন ও মিলন কুমার রায়, প্রধান উপদেষ্টা সাঈদ রহমান লাবু, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. একরামুল ইসলাম মুকুল, জাফরুল হাসান টগর, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মো. আনওয়ার হোসেন জিন্নাহ্, সাবেক সভাপতি মাছুদ আলম মিঠু, মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফরিদ ও সভাপতি নাফিসুর রহমান পিপুল শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন।
এরপর প্রধান অতিথি রংপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর অ্যাটর্নি মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রিয়েল স্টেট ব্যবসায়ী আ. লতিফ মূল্যবান বক্তব্য রাখেন।
শেষে মোহাম্মদ মিঞা দুলু, জাকিউল উৎপল ও মো. জাহাঙ্গীর আলমের পরিবেশনায় সকালের সুস্বাদু চা-নাশতা শেষে সভাপতি নাফিসুর রহমান পিপুল ও মোহাম্মদ খাঁন মোহরের পরিচালনায় খেলাধুলার পর্ব শুরু হয়।
খেলাধুলা শেষে কোমল পানীয়, রকমারি জুস ও তরমুজ পরিবেশন করা হয় এবং উপস্থিত শিশু-কিশোরদের খেলনা সামগ্রী উপহার দেওয়া হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন মোহাম্মদ মোহর খাঁন, মিলন কুমার রায়, কাজল ও সাত্যকি বিশ্বাস দোলা।
র্যাফল ড্র পর্ব শেষ করে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি নাফিসুর রহমান পিপুল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।