ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের চতুর্থ শাখার উদ্বোধন
ব্রঙ্কসে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের চতুর্থ শাখার উদ্বোধন হয়েছে। ২ আগস্ট ২১১১ স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ এলাকায় মিলাদ মাহফিলের মাধ্যমে এই শাখার উদ্বোধন করা হয়েছে।
ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট ও ইত্যাদি রেস্টুরেন্ট গ্রুপের কর্ণধার আবু নোমান শাকিল। নতুন এ স্টোরটি ক্রেতাদের জন্য খুলে দেওয়া হয় ৫ আগস্ট।
ব্যবসায়ী আবু নোমান শাকিলের নতুন এ স্টোরটি ছাড়াও জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট ও ইত্যাদি রেস্টুরেন্ট এবং এস্টোরিয়ায় রয়েছে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট নামে আরও দুটি গ্রোসারি ও সুপার মার্কেট। এতে সর্বশেষ সংযোজন ব্রঙ্কসের ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেট। উদ্বোধন উপলক্ষে স্টোরটিতে ১০ শতাংশ মূল্য হ্রাসের ঘোষণা দেওয়া হয়েছে।
আবু নোমান শাকিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন ডটকম এবং সাপ্তাহিক জনতার কণ্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
অনুষ্ঠানে ইত্যাদি বাজার হালাল ফুড মার্কেটের প্রেসিডেন্ট ও সিইও আবু নোমান শাকিল বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যেই এখানে প্রতিষ্ঠানটির শাখার উদ্বোধন করা হয়েছে।
স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন প্রতিষ্ঠানটির শুভকামনা করেন।