ফি ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ গ্লোবাল এক্সপ্রেসে
পবিত্র রমজান উপলক্ষে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস করপোরেশন (পুরোনো রুপালী এক্সচেঞ্জ ইন্ক) কোনো ফি ছাড়াই বাংলাদেশে কষ্টার্জিত রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিয়েছে। রমজান মাসজুড়েই প্রবাসীরা এই বিশেষ সুবিধা সানম্যান এক্সপ্রেস থেকে নিতে পারছেন।
সানম্যান এক্সপ্রেসের ইনচার্জ মাসুদ রানা তপন এ তথ্য জানিয়েছেন। তিনি প্রবাসীদের রমজান ও ঈদ উপলক্ষে কষ্টার্জিত অর্থ স্বদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিক নিরাপত্তায়, করমুক্ত এবং বৈধভাবে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
মাসুদ রানা তপনের তথ্যমতে, জাকাত এবং ফিতরার টাকা নতুন গ্রাহক ও সিনিয়র সিটিজেনরা সানম্যান এক্সপ্রেসের মাধ্যমে ফি ছাড়াই টাকা পাঠাতে পারছেন। এ ছাড়া রমজান মাসে টাকা পাঠানো গ্রাহকদের মধ্য থেকে ২০০ জনকে লটারির মাধ্যমে সারা বছর বিনা ফিতে টাকা পাঠানোর সুবিধা দেওয়া হবে।
সানম্যান এক্সপ্রেসের হেড অফিস জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া ব্রাঞ্চ এবং সানম্যান এক্সপ্রেসের অসংখ্য এজেন্টের মাধ্যমে রমজান এবং ঈদ উপলক্ষে প্রবাসীরা তাঁদের প্রিয়জনকে অর্থ পাঠাতে পারেন। এ ছাড়া অনলাইনের মাধ্যমে ঘরে বসেও টাকা পাঠাতে পারছেন। সানম্যান দিচ্ছে তাৎক্ষণিক অ্যাকাউন্ট ডিপোজিট, সাম ডে ডিপোজিট এবং বাংলাদেশের প্রায় সব ব্যাংকে গোপন পিন নম্বরের মাধ্যমে তাৎক্ষণিক ক্যাশ পিকআপের সুবিধা।
সানম্যানের বরাবরে পার্সোনাল চেক/মানি অর্ডার/সার্টিফায়েড চেক/ব্যাংক ট্রান্সফার/জেলি টান্সফারের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন।