মেক্সিকো সীমান্তে ২ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মেক্সিকো সীমান্তে দুই হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, দক্ষিণ সীমান্তে এই নিয়ে সেনার সংখ্যা প্রায় ৪ হাজার ৩০০–তে পৌঁছেছে। এই সেনারা সীমান্তরক্ষীদের সাহায্য করবে এবং নজরদারি চালাবে।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের বাগ্বিতণ্ডার মধ্যে সেনার সংখ্যা বাড়ানো হলো। ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের আসা বন্ধ করতে দেয়াল নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেছেন, কংগ্রেসের নিম্নকক্ষ এখন বিরোধী ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ করছেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তহবিল বরাদ্দ নিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্রের সরকারে অচলাবস্থা দেখা দিয়েছে।
কাল মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প এই ইস্যু নিয়ে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সীমান্তে অতিরিক্ত ৩ হাজার ৭৫০ জন সেনা পাঠানো হতে পারে। নভেম্বর মাসে এই সেনা মোতায়েন করা হতে পারে। পেন্টাগন এক বিবৃতিতে বলছে, অতিরিক্ত সেনা ৯০ দিন ধরে মোতায়েন করা হবে। দক্ষিণের সীমান্তকে সুরক্ষিত করতে এই সেনা মোতায়েন দরকার বলে জানান তিনি।
এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সেনা মোতায়েনের কাজ চলবে।
মেক্সিকো সীমান্তে কেবল ট্রাম্পই সেনা পাঠাননি; যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ১ হাজার ২০০ ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন।