বইমেলায় বই কিনলে গাছের চারা ফ্রি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলা চলছে। জেলা শহরের কলেজ মোড় সংলগ্ন বিজয়স্তম্ভের সামনে চলছে বই মেলা। বই মেলার একটি স্টল থেকে বই কিনলে বিনা মূল্যে দেওয়া হচ্ছে একটি করে গাছের চারা। বইয়ের সঙ্গে গাছ উপহারের ব্যতিক্রমী এই আয়োজন করেছে কুড়িগ্রামের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’।
তরুণদের এই সামাজিক সংগঠন ‘গ্রীন ভয়েস’। সংগঠনটি তাদের স্টলে কেউ বই কিনলেই উপহার হিসেবে দিচ্ছে একটি করে গাছের চারা। মেলায় এ পর্যন্ত ৬৯টি বই বিক্রি হয়েছে এই স্টল থেকে। ৬৯ জনকেই গাছের চারা বই কেনার জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘গ্রীন ভয়েস’ তাদের স্টলে কুড়িগ্রাম জেলার লেখকদের প্রকাশিত বই বেশি বিক্রি করছে। এ ছাড়া মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় স্টলের সামনে ডাস্টবিন স্থাপন করেছে। সংগঠনের সদস্যরা কিছুক্ষণ পর পর মেলার মাঠে দর্শনার্থীদের পদচারণার ফলে যে ময়লাগুলো জমছে সেগুলোও সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে মেলার মাঠ পরিচ্ছন্ন রাখছে।
মেলায় বই কিনতে আসা ফজলুল হক নামের একজন জানালেন, মেলায় স্থানীয় লেখকদের বই বেশি এতে করে তরুণ প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারছেন। এ ছাড়া বইগুলো পড়ে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে তাদের ধারণা হচ্ছে।
গ্রীন ভয়েস-এর স্টল থেকে বই কিনলে গাছের চারা ফ্রি দেওয়া সম্পর্কে রেল নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, চমৎকার একটি উদ্যোগ। তরুণেরা এভাবেই সবুজে ভরে দেবে আমাদের ধরণি।
কুড়িগ্রাম গ্রীন ভয়েজ টিম-এর কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুজন মোহন্ত বলেন, আমাদের সংগঠনের প্রতিপাদ্য বিষয় ‘যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে’। যেহেতু আমরা পরিবেশ নিয়ে কাজ করি তাই মেলায় অংশগ্রহণের আগে সংগঠনের সদস্যরা আলোচনা করে এ উদ্যোগটি নেই। বই কিনলেই পাঠকের চাহিদা অনুযায়ী ফুল, ফল, ঔষধী বা বনজ গাছের যে কোনো একটি করে চারা ফ্রিতে উপহার দেওয়া হচ্ছে।