বুর্জ খলিফা ঢেকে আছে লাল–সবুজ পতাকায়। অনিন্দ্যসুন্দর এ দৃশ্য দেখা গেল ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এবং ১০টা ১০ মিনিট—৯০ সেকেন্ড করে দুবার বাংলাদেশের পতাকা প্রদর্শিত হয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবনে। প্রশংসনীয় এ কাজ হয়েছে আনোয়ার আলী খানের তত্ত্বাবধানে। তিনি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার আতহার আলী খানের ছোট ভাই।
পেশায় একজন ব্যবসায়ী আনোয়ার ২০ বছর ধরে আছেন সংযুক্ত আরব আমিরাতে। বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকা প্রদর্শনীর পেছনের গল্পটা শুনুন তাঁর কাছে, ‘কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাসখানেক আগে তিনি আমিরাত সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী আসার পর এখানে আমাদের অন্য রকম ভাবমূর্তি তৈরি হয়েছে। এটি আরও উন্নত করা যায় কীভাবে, এ ভাবনায় নতুন কনসাল জেনারেল ইকবাল হোসেন আমাদের কাছে জানতে চাইলেন, এবার স্বাধীনতা দিবস কীভাবে উদ্যাপন করতে পারি। তখন পতাকা প্রদর্শনীর ভাবনাটা এল। পেছন থেকে আমি এই ডিজিটাল ডিসপ্লে তত্ত্বাবধান করেছি মাত্র, পুরো কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী আর কনসাল জেনারেলের।’
নববর্ষ উদ্যাপন, আরব আমিরাতের বিশেষ দিন উদ্যাপন কিংবা আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে মোট ২ হাজার ৭২২ ফুট উচ্চতার বুর্জ খলিফায় ডিজিটাল প্রদর্শনী নতুন নয়। কদিন আগেই মুসলিম সম্প্রদায়ের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় বিশ্বের সর্বোচ্চ ভবনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ছবি প্রদর্শন করা হয়েছে। তবে বুর্জ খলিফায় বাংলাদেশের কোনো কিছুর প্রদর্শন এই প্রথম। মুঠোফোনে আনোয়ার বললেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় ঘটনা। অনেক বড় পাওয়া। আমিরাতে আমাদের অন্য রকম ভাবমূর্তি তৈরি হয়েছে।’