বৈদ্যুতিক পণ্যের যত্ন
ঘরে ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রগুলো বছরের বিভিন্ন সময়ে ঠিকঠাকভাবে চললেও বৃষ্টির সময় ঘটতে পারে বিপত্তি। কিন্তু যদি একটু চোখ-কান খোলা রাখেন এবং কিছু নিয়ম মেনে চলেন, তাহলে এড়াতে পারেন এই বিপত্তি। কীভাবে বৃষ্টি-বাদলার দিনে বৈদ্যুতিক যন্ত্রকে ঝামেলাহীনভাবে সচল রাখবেন, সে সম্পর্কে বললেন ট্রান্সকম ডিজিটালের ব্র্যান্ড সেলস এক্সিকিউটিভ মো. মজিবুর রহমান। টেলিভিশন, রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র প্রভৃতির গঠন ও কার্যপ্রণালি আলাদা হওয়ায় এগুলোর যত্নও নিতে হয় আলাদা নিয়মে।টেলিভিশনমেঘ ডাকলে বা বিদ্যু ৎ চমকালে টেলিভিশন বন্ধ করে দেওয়া উচিত। অথবা বিদ্যু ৎ -সংযোগের লাইন খুলে ফেলা উচিত। অনেকে টেলিভিশনের সামনের দিকটুকু ছাড়া বাকি সব দিক কাপড় দিয়ে ঢেকে রাখেন। মাঝেমধ্যে এই কাপড় সরিয়ে দিতে হবে। নইলে দীর্ঘক্ষণ টেলিভিশন চলার কারণে তাপ উ ৎ পন্ন হয়। টেলিভিশনে ধুলা জমতে দেওয়া যাবে না। ধুলা জমে টেলিভিশন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর টেলিভিশনের খুব কাছাকাছি চুম্বকজাতীয় কোনো পদার্থ রাখা যাবে না। কারণ, এতে রঙিন টেলিভিশন ক্ষতিগ্রস্ত হতে পারে।রেফ্রিজারেটরঘরের মেঝে স্যাঁতসেঁতে থাকলে রেফ্রিজারেটরের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এর নিচের অংশে শক্ত কোনো কাগজ দিতে হবে, অথবা কাঠ বা প্লাস্টিকের তৈরি তাকের ওপর ফ্রিজ রাখতে হবে। আবার ফ্রিজের বাইরের অংশ বৃষ্টির সময় ঘেমে যায়। তাই বাইরের অংশে যেকোনো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। ফ্রিজের তাপমাত্রা কতটুকু হবে, তা নির্ভর করে ফ্রিজে রাখা জিনিসপত্রের পরিমাণের ওপর। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রবৃষ্টির দিনে তাপমাত্রা কম থাকার কারণে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার একটু কম হয়ে থাকে। তাই এ সময় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে ধুলা জমতে পারে। যে স্থান দিয়ে ধুলা প্রবেশ করে, সেখানে কাপড়ের তৈরি ঢাকনা ব্যবহার করা যেতে পারে। দেয়াল ভেজা বা স্যাঁতসেঁতে থাকলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের পাওয়ার লাইন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য মিস্ত্রি দিয়ে পাওয়ার লাইন পরীক্ষা করিয়ে নিতে হবে।সতর্কতা ঝড়ের সময় বা বিদ্যু ৎ চমকালে বৈদ্যুতিক পণ্য ব্যবহার করা উচিত নয়। সম্ভব হলে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। বিদ্যু ৎ খুব ঘন ঘন গেলে বৈদ্যুতিক পণ্যের লাইন খুলে রাখতে হবে। বৈদ্যুতিক পণ্য কখনোই আলোহীন ও স্যাঁতসেঁতে স্থানে রেখে ব্যবহার করা উচিত নয়। বৈদ্যুতিক পণ্যের ধারেকাছে পানি বা পানীয় রাখা যাবে না। এই মৌসুমে সব সার্কিট পরীক্ষা করিয়ে নিতে হবে। এগুলোতে কোনো সমস্যা আছে কি না দেখতে হবে। কোনো অবস্থাতেই সমস্যাযুক্ত ইলেকট্রনিক পণ্য ব্যবহার করা উচিত নয়। কারণ, এগুলো থেকে দুর্ঘটনা ঘটতে পারে। যত দ্রুত সম্ভব ঠিক করিয়ে নিতে হবে। পরীক্ষা করানো ছাড়া বা মেইন সুইচ বন্ধ করা ছাড়া কোনো বৈদ্যুতিক তারে বা পণ্যের অভ্যন্তরে হাত দেওয়া উচিত নয়। শিশুদের সব সময় বৈদ্যুতিক পণ্যের কাছ থেকে দূরে রাখতে হবে।