আপনার রাশি Fool

আপনি নিজেই একসময় আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারতেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। কিন্তু এরপর আপনার হাতে চলে আসে স্মার্টফোন। স্মার্টফোন এখন ভাগ্য তো বটেই, আপনার চলাফেরাও নিয়ন্ত্রণ করে। এখানে রাশিফুলে আপনার স্মার্টফোনের ‘স্মার্টঅ্যাপলজি’ বা ‘মোবাইলের অ্যাপতত্ত্ব’ পদ্ধতি প্রয়োগ করেছি।

আহমেদ খান

মেসি মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আপনার মোবাইল ফোনে নিজেকে রোগা করার টিপসনির্ভর অ্যাপ যেমন আছে, তেমনি রয়েছে ফুড ষন্ডার মতো অসংখ্য অ্যাপ। একদিকে আছে তাসের অ্যাপ, অন্যদিকে আছে ফুটবল খেলার অ্যাপ। কিন্তু কোনোটাই আপনি ঠিক ব্যবহার করে উঠতে পারেন না। সবকিছুই আপনার ছড়ানো, সবকিছুতেই আপনার মেসি একটা ব্যাপার। আর এই মেসি ভাবটার জন্যই আপনার ভেতর চলছে প্রেমের অভাব। সব ঠিকমতো সাজিয়ে নিন জানেমান...কুছ পরোয়া নেহি!

বেশি বেশি বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

চ্যাট করার জন্য নামিয়েছেন পাঁচটি! ছবি এডিট করার জন্য আছে ছয়টি! আপনি আসলে কী আশা করেন? বিখ্যাত গানটি শোনেননি, ‘বেশি কিছু আশা করা ভুল...’, ভুল করবেন না, প্রিয় বৃষ। বেশি বেশি নয়, কম কমে থাকুন। আপনি হোন বৃষ ডটকম!

মিথ মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

স্মার্টফোনের আগের যুগেই আপনি মিথে পরিণত হয়েছিলেন মিসড কল দিয়ে। এখন মিসড কল নয়, আপনি ক্রমাগত ফেসবুক লাইভে এসে বিরক্ত করেন যাকে তাকে। আপনার লাইভের অত্যাচারে অনেকেই আপনাকে ব্লকও করে ফেলেছে, যার খবর আপনি রাখেনই না। একটা কথা মনে রাখবেন, প্রেম, কবিতা ও ফেসবুক লাইভ যখন-তখন প্রসব করবেন না। সংযত হোন।

কড়কড়ে কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

সকালবেলা ঘুম থেকে উঠে সেই ফেসবুকে ঢোকেন আপনি। চলতে থাকে দিনমান। প্রিয় কর্কট, হতে পারে ফেসবুক ফ্রিজের মতো বারবার খুলে দেখতে ইচ্ছা করে, কিন্তু তাই বলে কি আপনি আপনার ভবিষ্যৎ চিংড়ির মতো ভেজে ফেলবেন?

সেলফি সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

‘আপনারে কেহ শুধু বাসিতে ভালো আসে নাই এই ধরণি পরে...।’ আপনার জন্য এই পঙ্‌ক্তি, প্রিয় সিংহ। সেলফির খুব কাছে বাস করে আরেকটি শব্দ—সেলফিস! সেলফি তুলতে তুলতে কি সেলফিস হয়ে যাচ্ছেন না? সেলফি নিরাময়কেন্দ্রে যাওয়ার আগে খোলা চোখেই আকাশ দেখুন!

কনফিউজড কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

প্রিয় কন্যা, যখন আপনি টুইটারে ঢুকে পড়ছেন তখন ভাবছেন কী হলো ফেসবুকে! গান শুনতে শুনতে আপনার ইচ্ছা করছে ইউটিউবে ভিডিও দেখতে! আখেরে আপনার কিছুই দেখা, কিছুই শোনা হয় না। এসব কথা আপনার প্রেমের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু!

তুলতুলা তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনি অলসের রাজা/রানি। রবীন্দ্রনাথ আপনার কথা ভেবেই লিখেছিলেন, ‘আমায় তুলে ধরো...।’ ​এই আলসেমির কারণে অনলাইনে যে টি-শার্টটা আপনি ৮০০ টাকায় কিনেছিলেন, সেই একই টি-শার্ট আপনার বন্ধু ৪০০ টাকায় কিনে পরে বেড়ায়, খেয়াল করেছেন কি?

বিজি বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কী নিয়ে বিজি আপনি? আপনি ব্যস্ত আছেন হোয়াটসঅ্যাপ না হয় মেসেঞ্জারের চ্যাটে! সরাসরি কারও সঙ্গে কথা না বলে আপনি এখন ব্যস্ত থাকতে পছন্দ করেন ভার্চ্যুয়াল কথায়! জনাব বিজি বৃশ্চিক, ইজি হোন। কথা হোক মুখে মুখে...কথা হোক চোখে চোখে...!

ধন্দময় ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

গ্রাম আর ইনস্টাগ্রামের মধ্যে পার্থক্য করে উঠতে পারছেন না? যে ছবিই তোলেন না কেন ইনস্টাগ্রামে এডিট করে, পোস্ট করে লাইকের আশায় বসে থাকছেন? ধন্য আশা কুহকিনী, ব্রাদার! ইনস্টাগ্রামে নয়, গ্রামে যান। স্মার্টফোনের বাইরে এখনো নদী বয়ে যায়।

ম্যাপ মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

আপনি কি আপনার পথ খুঁজে নেওয়ার জন্য শুধু গুগল ম্যাপের ওপরই নির্ভর করেন? এমনকি ১০ বছর ধরে থাকা নিজের বাসাটিতে যেতেও আপনার আস্থা গুগল ম্যাপ? প্রিয় মকর, ম্যাপ দেখে দেখে আপনি যে একবার ভুল করে অন্যের বাসায় ঢুকে পড়ে নিজের বউকে খুঁজছিলেন, সেই ঘটনাটিও এখানে বলে দেব?

কূলহারা কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

একটা করে নতুন অ্যাপ এসেছে আর আপনি পুরোনো অ্যাপ ফেলে দিয়েছেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও আপনি এভাবেই অতিক্রম করেছেন। প্রথমে ফেসবুক, তারপর টুইটার, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর ইনস্টাগ্রাম, তারপর ইমো...এখন আপনি নিজেই জানেন না আপনাকে আসলে ঠিক কোথায় পাওয়া যাবে! আর অন্যরা তো আপনাকে খোঁজাই বাদ দিয়েছে! প্রিয় কুম্ভ, ফিরে আসুন আপন কুলায়!

মিনিংলেস মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

ভালো করে তাকান আপনার স্মার্টফোনটার ভেতরে, প্রিয় মীন! কী দেখতে পাচ্ছেন, শত শত অ্যাপের তেলেসমাতি? ঠিক করে বলুন তো, এর মধ্যে ঠিক কোনটা কোনটা ব্যবহার করেন? নিশ্চয়ই পাঁচ-ছয়টার বেশি না! তাহলে ওই নির্দিষ্ট পাঁচ-ছয়টা অ্যাপ ছাড়া বাকি মিনিংলেস অ্যাপগুলো কী করে আপনার স্মার্টফোনে? এ ধরণিতেও এমন মিনিংলেস কত কিছুই তো আছে! ওই অ্যাপগুলোর মতো সেগুলোকেও আনইনস্টল করে ফেলুন! হয়ে উঠুন মিনিংফুল!