যেসব দেশে সপ্তাহে সবচেয়ে কম ও বেশি কাজ করতে হয়, বাংলাদেশের অবস্থান কোথায়?
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশে সপ্তাহপ্রতি কত ঘণ্টা কাজ করতে হয়, তার একটি তালিকা প্রকাশ করেছে। এখানে সেই তালিকা থেকে সপ্তাহপ্রতি সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কাজ করতে হয়, এমন ১০টি দেশের কথা জানুন, সঙ্গে থাকল বাংলাদেশের অবস্থান—
যে ৫টি দেশে সপ্তাহে সবচেয়ে কম সময় কাজ করতে হয়
১. ভানুয়াতু
২. কিরিবাতি
৩. মোজাম্বিক
৪. রুয়ান্ডা
৫. অস্ট্রিয়া
যে ৫টি দেশে সপ্তাহে সবচেয়ে বেশি সময় কাজ করতে হয়
১. সংযুক্ত আরব আমিরাত
২. গাম্বিয়া
৩. ভুটান
৪. লেসোথো
৫. কঙ্গো
এ তো গেল সপ্তাহপ্রতি সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কর্মঘণ্টার ১০টি দেশের ফিরিস্তি। বাংলাদেশের অবস্থান কোথায়?
আপনি কয় ঘণ্টা কাজ করেন? হিসাব করে বের করুন, চাইলে আমাদের জানাতে পারেন কমেন্টে