প্রশংসা করতে গিয়ে উল্টো অপমান করছেন না তো

প্রশংসা শুনে যেন আরেকপক্ষ মন খারাপ না করে
ছবি: অধুনা

প্রশংসা শুনতে ভালো লাগারই কথা। তবে সব প্রশংসা আনন্দদায়ক হয় না, বরং কিছু প্রশংসা উল্টো খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করে। আপনি হয়তো সরল মনেই প্রশংসাসূচক একটা কথা বললেন। কিন্তু যাঁকে বলছেন, তাঁর কাছে এর অর্থ দাঁড়াল উল্টো। তাঁর হয়তো মনে হলো, আপনি তাঁকে ছোট করে কথাটা বলছেন। ব্যাপারটি যদি এমন দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার প্রশংসা করাটাই অর্থহীন হয়ে পড়ে।

তাই প্রশংসা করতে চাইলে কোন ধরনের কথা এড়িয়ে চলা উচিত, জেনে নেওয়া যাক আজ।

‘নারী হয়েও তুমি এত দায়িত্ব সামলাচ্ছো’ বা ‘পুরুষ হয়েও তুমি এত দায়িত্ব সামলাচ্ছো’

দায়িত্বের কিন্তু নারী-পুরুষ ভেদাভেদ হয় না। একজন নারী হয়তো তাঁর পেশায় দারুণ সফলতা পেয়েছেন, কিংবা একজন পুরুষ হয়তো ঘরের কাজ বা সন্তান পালনের কাজ ঠিকঠাক সামলাতে পারছেন। মানুষ হিসেবে তাঁদের কাজের জন্য আপনি অভিনন্দন জানাতেই পারেন। এসব ক্ষেত্রে নারী বা পুরুষ হিসেবে তাঁর দক্ষতা কিন্তু বিশেষ কোনো বিষয় নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য সামাজিকভাবে চ্যালেঞ্জিং কাজে সফল হওয়া নারীকে এই সামাজিক বাধা জয় করার বিষয়টার উল্লেখ করে বাহবা দেওয়া যেতে পারে। কিন্তু তিনি নারী হিসেবে শারীরিক বা মানসিক ‘দুর্বলতা’কে জয় করেছেন, এমন বাক্য তাঁর জন্য প্রশংসাসূচক নয়।

গায়ের রংটা চাপা হলেও তোমাকে আজ দারুণ দেখাচ্ছে

গায়ের রং সম্পর্কে ‘চাপা’, ‘শ্যামলা’, ‘উজ্জ্বল শ্যামলা’, ‘কালো’ প্রভৃতি শব্দের উল্লেখ করে তাঁকে সুন্দর বলা হলে, একটা অসুন্দরের ছায়া ঘুরে বেড়ায় যেন। সৌন্দর্যের প্রশংসা করতে চাইলে সরাসরি সেটিই করুন। এর মধ্যে গায়ের রং, ত্বকের দাগছোপ, চেহারার খুঁত—এসবের উল্লেখ করতে যাবেন না।

‘চুলের এই স্টাইলে তোমার বয়স কমে গেছে’

আপাতদৃষ্টে নিতান্ত নিরীহ একটা বাক্য। কিন্তু মুশকিলটা হলো, এভাবে বলা হলে ওই ব্যক্তির মনে হতে পারে, এই স্টাইল গ্রহণের আগে তাঁকে বেশি বয়স্ক দেখাত। তাই প্রশংসা করতে চাইলে বয়সের দিকটা উল্লেখ করবেন না।

বন্ধুদের প্রশঙসা এমনভাবে করুন যেন তাঁরা আনন্দিত হয়
ছবি: অধুনা

‘মেকআপে তোমাকে অসাধারণ লাগে’

এর অর্থ এমনটা দাঁড়াতে পারে যে এমনিতে ওই ব্যক্তিকে খুব একটা সুন্দর লাগে না বা তিনি আসলে সুন্দর নন। তাই কাউকে সুন্দর লাগলে কেবল এই সুন্দর লাগাটাই উল্লেখ করুন। কেন আপনার চোখে তাঁকে সুন্দর লাগছে, সেই ব্যাখ্যাসহ প্রশংসা করতে যাবেন না

‘তুমি এত সুন্দর, কিন্তু আজও কেউ তোমার জীবনে এল না’

আপনি কাউকে সুন্দর বলছেন, কিন্তু তাঁর জীবনসঙ্গী না থাকার দিকটাও একই সঙ্গে উল্লেখ করছেন, এটা কিন্তু ঠিক নয়। অবিবাহিত ব্যক্তি কিংবা বিচ্ছেদ হয়েছে, এমন ব্যক্তিকে সুন্দর বলতে হলে যে তাঁর একলা জীবনের উল্লেখ করতে হবে, তার কোনো মানে নেই। কেবল নিজের ভালো লাগার জন্যই যে কেউ নিজের যত্ন নিতে পারেন। একজন ভদ্র মানুষ কখনো এমন অযাচিতভাবে কারও ব্যক্তিগত সম্পর্ক বা সঙ্গীর প্রসঙ্গ তোলেন না।

‘তুমি এত সুন্দর, তোমার বেশি বেশি হাসা উচিত’

কাউকে হাসাতে চাইলে বা আনন্দ দিতে চাইলে মজার কথা বলতে পারেন। এভাবে প্রশংসার ছলে হাসতে বলাটা ঠিক নয়। এতে তিনি বিরক্ত হতেই পারেন।

‘তোমার জীবনসঙ্গীর চেহারা তো খুবই সুন্দর’

কারও জীবনসঙ্গীর চেহারা, চলাফেরা, পোশাক প্রভৃতির প্রশংসা না করাই ভালো। কখনো এমনভাবে প্রশংসা করতে যাবেন না, যাতে মনে হয়, অন্যের সঙ্গীকে আপনি খুব মনোযোগ দিয়ে লক্ষ করছেন। কিংবা আপনি ওই জুটিকে ‘বেমানান’ বলতে চাচ্ছেন। প্রশংসা করতে চাইলে তাঁদের বোঝাপড়া বা আত্মিক বন্ধনের উল্লেখ করতে পারেন।

সূত্র: রিডারস ডাইজেস্ট