একনজরে সন্জীদা খাতুন
বাবা: কাজী মোতাহার হোসেন
মা: সাজেদা খাতুন
ভাই-বোন: যোবায়দা মির্যা, ওবায়দা সাদ, কাজী মকবুল হোসেন, জাহেদা খাতুন, কাজী বদরুদ্দীন হোসেন, কাজী আনোয়ার হোসেন, কাজী মাহবুব হোসেন, ফাহ্মিদা খাতুন, মাহমুদা খাতুন।
বিয়ে: ওয়াহিদুল হক
ছেলে-মেয়ে: অপালা, পার্থ, রুচিরা
কয়েকটি অর্জন: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিট্যুট’ থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি, একুশে পদক’, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কার, শান্তিনিকেতনের দেশীকোত্তম।
কয়েকটি বই: ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, তোমারি ঝরণাতলার নির্জনে, কাজী মোতাহার হোসেন, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে, ধ্বনির কথা আবৃত্তির কথা, সংষ্কৃতির বৃক্ষছায়ায়, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান, সাংস্কৃতিক মুক্তিসংগ্রাম, জীবনবৃত্ত, শান্তিনিকেতনের দিনগুলি।
সংগঠক: ১৯৬১ সালে ছায়ানট সংস্কৃতি প্রতিষ্ঠানের জন্মকাল থেকে সক্রিয়ভাবে যুক্ত, ১৯৭২ সাল থেকে ‘ছায়ানট সঙ্গীতবিদ্যাায়তন’-এর অবৈতনিক অধ্যক্ষ, ২০০১ সাল থেকে ছায়ানট-এর সভাপতি, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’-এর প্রতিষ্ঠাতা সদস্য। নালন্দা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।
মৃত্যু: ২৫ মার্চ ২০২৫