সাজতে গিয়ে জামায় দাগ লেগেছে? এই টোটকাগুলোয় মিলবে সমাধান
ঘরের কাজ গুছিয়ে প্রায়ই বের হতে দেরি হয়ে যায়। সাজতে গিয়ে তখন তাড়াহুড়া লেগে যায়। আর তখনই ঘটে দুর্ঘটনা। হয়তো সাজার কোনো উপকরণ লেগে জামায় দাগ পড়ে গেল। কিংবা লিপস্টিক থেকে লেগে গেল ছোপ ছোপ রং। সেই রং তুলতে গিয়ে দক্ষযজ্ঞ বাধিয়ে ফেলতে হয়। তাতে আরও দেরি হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করলে সহজেই জামার এসব দাগ তোলা যায়। চলুন জেনে নিই তেমনই কিছু কৌশল।
আইস কিউব
কাপড়ের এসব দাগ তুলতে ব্যবহার করতে পারেন আইস কিউব বা বরফের টুকরা। ঘষতে হবে যেখানে দাগ লেগেছে। তবে ভুলেও গরম পানি ব্যবহার করবেন না। তাতে দাগ আরও ছড়িয়ে পড়বে।
হেয়ার স্প্রে
হেয়ার স্প্রে কেবল চুল সাজাতেই নয়, দাগ দূর করতেও কাজে আসবে। সে জন্য দাগের ওপরে স্প্রে করে শুকিয়ে নিতে হবে। তারপর ভেজা কিছু দিয়ে দাগ মুছে নিতে হবে।
পানি আর স্যুপ
ঠান্ডা পানিতে অল্প স্যুপ মিশিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। তারপর কাপড়ের অংশটি আলতো করে ঘষতে হবে। দাগ উঠে যাবে।
শেভিং ক্রিম
দাগ তুলতে কাজে লাগাতে পারেন শেভিং ক্রিমও। প্রথমে দাগের ওপরে এটা দিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই দেখবেন দাগ চলে গেছে।
হেয়ার ড্রায়ার
মেকআপের বেশ কিছু পাউডার ধরনের সরঞ্জামও আছে। এগুলো জামায় পড়লেও বিপদ কম নয়। হাত দিয়ে ঝাড়তে গেলে গুঁড়া গুঁড়া হয়ে পুরো জামায় লেগে যায়। সেগুলো হেয়ার ড্রায়ার দিয়ে উড়িয়ে দিন।
ওয়াইপস
জামা থেকে এসব দাগ তোলার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো মেকআপ ওয়াইপস। ফ্যাশন শোগুলোতে সাধারণত এগুলোই ব্যবহার করা হয়।
ডিটারজেন্ট পেন
এ ধরনের আরেকটি পণ্য হলো ডিটারজেন্ট পেন। বিশেষ করে এ ধরনের দাগ তোলার জন্যই এগুলো বানানো হয়।
তথ্যসূত্র : জাগরণ ইংলিশ