দিনভর টেংরাকান্দি চরে যা দেখলেন এই আলোকচিত্রী

গাইবান্ধার ফুলছড়ি ঘাট থেকে যমুনা নদীর বিভিন্ন চরসহ জামালপুরের দেওয়ানগঞ্জে নৌকা চলাচল করে। জয়পুরহাটের আলোকচিত্রী সোহেল রানা এই ঘাট থেকেই হেঁটে হেঁটে গিয়েছিলেন আরও দূরের টেংরাকান্দি চরে। সেখানে দিনভর থেকে দেখেছেন চরের মানুষের জীবনসংগ্রাম। সেসব ধারণও করেছেন ড্রোনে।

১ / ৭
টেংরাকান্দি চরের নৌকাঘাট
২ / ৭
দূরের কোনো চরের উদ্দেশে ছেড়ে গেল নৌকা
৩ / ৭
নদী পেরিয়ে হাটে যাচ্ছেন চরের মানুষ
৪ / ৭
চরের বাহন ঘোড়ার গাড়ি
৫ / ৭
যমুনার বুকে জেগে উঠেছে বালুচর
৬ / ৭
প্রত্যন্ত চরের জীবন এমনই
৭ / ৭
গরু নিয়ে বাড়ি ফিরছে রাখাল