দামি জিনিস কিনবেন নাকি ঘুরে বেড়াবেন, গবেষণা কী বলছে

ধরুন অনেক কষ্টে আপনি কিছু টাকা জমালেন। সেই টাকা দিয়ে শখের দামি জিনিস কিনবেন? নাকি ভ্রমণে বের হবেন? একাধিক গবেষণা বলছে, ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে আপনার ঘর থেকে বেরিয়ে পড়া উচিৎ। কেননা, তাতেই আপনি বেশি সুখী হবেন। আর ঠিক এ কারণেই আপনি যদি আইফোন কিনবেন নাকি পাহাড়ে-সমুদ্রে যাবেন, এই দুইয়ের ভেতর দ্বিধাগ্রস্ত থাকেন, দ্বিতীয়টিকেই বেছে নিন। কেন? তাহলে শুনুন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপক ডা. টমাস গিলোভিচ ও তাঁর দল ২০ বছর ধরে একটি গবেষণা পরিচালনা করেন। এই গবেষণাপত্রের সিদ্ধান্তে বলা হয়েছে, ‘দামি জিনিস কেনার আনন্দ খুব দ্রুত ফুরিয়ে যায়। অন্যদিকে অভিজ্ঞতা থেকে অর্জিত আনন্দ ও স্মৃতি দীর্ঘস্থায়ী হয়।’ এই গবেষণায় দামি জিনিস কেনার চেয়ে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা মানুষকে কীভাবে সুখী করে, তার তিনটি কারণ তুলে ধরা হয়েছে।

দামি জিনিস কেনার চেয়ে ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা মানুষকে কীভাবে সুখী করে
ছবি: পেক্সেলস

১. দামি জিনিস কেনার পর সহজেই আবেদন হারায়

একটা জিনিস আপনি যতদিন না কিনতে পারছেন, ততদিন আপনার কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়। একবার জিনিসটা কিনে ফেলার পর সহজেই আবেদন হারায়। বিশেষ করে আপনি যে লাক্সারি জিনিসটি কিনেছেন, আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের ভেতর যদি কেউ তার চেয়ে আরেকটু ভালো মডেল কিনে ফেলেন, তখন আপনার কাছেই আপনার জিনিসটার মূল্য কমে যায়। ফলে আপনার সুখী হওয়া আশেপাশের অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আর এভাবেই আপনি অসুখীদের দুষ্টচক্রের ফাঁদে পা গলান।

২. বিলাসিতার কোনো সীমা নেই

ধরুন, আপনি ভাবছেন গুচির লাখ টাকার অমুক ব্যাগটা আপনাকে সুখী করবে। কিন্তু সেটি কেনার পর আপনার মনে হবে, রোলেক্সের তমুক ঘড়ি ছাড়া আপনার চলছেই না! এর এভাবেই আপনার বিলাসী জিনিসের প্রতি ক্ষুধা বেড়েই চলবে। কোনোকিছুই আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। কেননা, বিলাসী জীবনযাপনের কোনো সীমানা নেই।

আরও পড়ুন
ভ্রমণ নানান অভিজ্ঞতা, নানা কিছু শেখায়
ছবি: পেক্সেলস

৩. অভিজ্ঞতার ক্ষমতা

ভ্রমণ ও অভিজ্ঞতা একটা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। নানান অভিজ্ঞতা নানা কিছু শেখায়। নতুন জ্ঞান, নতুন মানুষের সঙ্গে পরিচয়, বন্ধুত্বের ভেতর দিয়ে আপনি ক্রমাগত নিজের সেরাটা হয়ে ওঠেন। ডা. টমাস গিলোভিচ বলেন, ‘অভিজ্ঞতা সব সময়ই আপনার একটা অংশ হিসেবে থাকে। খুইয়ে ফেলার সুযোগ নেই। অভিজ্ঞতা আপনার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যত পারুন, ভালো অভিজ্ঞতা, সুখস্মৃতি সঞ্চয় করুন।’ 

যুক্তরাষ্ট্রের কেমব্রিজের হার্ভার্ড ইউনিভার্সিটি ও কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার আলাদা দুটো গবেষণাতেও উঠে এসেছে একই ধরনের পর্যবেক্ষণ। সেখানেও দামি ও বিলাসী জিনিস কেনার পরিবর্তে ওই অর্থ দিয়ে অভিজ্ঞতা অর্জন, নতুন কিছু শেখা বা দক্ষতা অর্জন, ভালো স্মৃতি জমানো, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যা কিছু প্রয়োজন—সেই সমস্ত খাতে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হয়েছে। আর এক ভ্রমণের প্যাকেজেই মিলে যায় এই সমস্ত কিছু!

সূত্র: ফোর্বস

আরও পড়ুন