বিশ্বের বিস্ময়কর ১০০ সৈকতের তালিকায় যে ১০টি সেরা

অস্ট্রেলীয় দম্পতি টনি হুইলার ও মরিন হুইলার ভ্রমণপিপাসু মানুষ। অর্ধযুগ আগে দুজন টানা তিন বছরে ঘুরেছিলেন এশিয়া ও ইউরোপের দেশগুলো। সেই সফরের অভিজ্ঞতা পুঁজি করেই পরে প্রকাশ করেন ভ্রমণ গাইড—অ্যাক্রস এশিয়া অন দ্য চিপ। সেই বই দিয়েই ১৯৭৩ সালে যাত্রা শুরু করে লোনলি প্ল্যানেট। এখন ভ্রমণ গাইড প্রকাশ করার পাশাপাশি ঘোরাঘুরিতে তথ্য দিয়ে পর্যটকদের সহায়তা করে লোনলি প্ল্যানেট। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে সংস্থাটি প্রকাশ করল বিশ্বের সেরা ১০০ সৈকত নিয়ে বই—বেস্ট বিচেস: হানড্রেড অব দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনক্রেডিবল বিচেস। রোমাঞ্চ ও আরামপ্রিয় পর্যটক, সৈকত আলোকচিত্রীসহ লোনলি প্ল্যানেটের বিশেষজ্ঞ লেখকদের মতামতের ভিত্তিতে তালিকাটি করা হয়েছে। এ তালিকায় এশীয় দেশগুলোর মধ্যে ভারতের তিনটিসহ জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালদ্বীপের ১৪টি সৈকত স্থান পেয়েছে। তবে তালিকায় নেই আমাদের কক্সবাজার সৈকত। ছবিতে দেখুন সেরা ১০ সমুদ্রসৈকত:

১ / ১০
দ্য পাস, বায়রন বে, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ছবি: বায়রন বে ডটকম
২ / ১০
ইপেনেমা সৈকত, রিও ডি জেনিরো, ব্রাজিল
ছবি: এএফপি
৩ / ১০
আও মায়া, কো ফি-ফি, ক্রাবি, থাইল্যান্ড
ছবি: লোনলি প্ল্যানেট
৪ / ১০
নেমবা দ্বীপ, জানজিবার, তানজানিয়া
ছবি: সংগৃহীত
৫ / ১০
সারাকিনিকো, মিলস সিলকেলডিস, গ্রিস
ছবি: সংগৃহীত
৬ / ১০
চেস্টারম্যান সৈকত, টোফিনো, ভ্যাঙ্কুভার দ্বীপ, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
ছবি: সংগৃহীত
৭ / ১০
কাবো সান হুয়ান দে গিয়া, পার্কো ন্যাশনাল ন্যাচারাল তায়রোনা, কলম্বিয়া
ছবি: সংগৃহীত
৮ / ১০
আঁসে সোঁস দ্য’জঁ, লা দিগো, সেশেলস
ছবি: সংগৃহীত
৯ / ১০
প্লাইয়া বালান্দ্রা, লা পাজ বিসিএস, মেক্সিকো
উইকিপিডিয়া
১০ / ১০
পুনতা পালোমা, তারিফা, কাদিজ, স্পেন
ছবি: সংগৃহীত