সেন্ট মার্টিনের যে ছবিগুলো বারবার দেখতে ইচ্ছা করে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে, এখন থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে নিবন্ধন করতে হবে। তবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ৫ সেপ্টেম্বর রাতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে এই গুজবে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন সেন্ট মার্টিনকে ভালোবাসেন বলেই। ভালো না বেসে আদতে কোনো উপায়ও নেই! সেন্ট মার্টিনের তীরে প্রবালের অপূর্ব সমাহার। নারকেল আর কেয়াবনের সারির ফাঁক দিয়ে উঁকি দেয় কমলা রঙের সূর্য। নীল সমুদ্রে সাদা গাঙচিলের ওড়াউড়ি দেখে মনে হয় কোনো স্বপ্নদৃশ্য। আর রাতের সেন্ট মার্টিন আবির্ভূত হয় ভিন্ন মহিমায়। বাংলাদেশের সর্ব দক্ষিণের এই দ্বীপ দাঁড়িয়ে আছে কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায়। এই দ্বীপে প্রচুর নারকেল পাওয়া যায় বলে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত এটি। আজ দেখুন সেন্ট মার্টিনের কিছু অপূর্ব ছবি।

১ / ১৪
সৈকতে নারকেলগাছ দাঁড়িয়ে আছে গা ঘেঁষাঘেষি করে
ছবি: মোছাব্বের হোসেন
২ / ১৪
সমুদ্রে ভাসছে মাছ ধরার নৌকা
ছবি: মোছাব্বের হোসেন
৩ / ১৪
বালিয়াড়িতে ছোটখাটো ঝোপে ফুটে থাকা কলমি ফুল
ছবি: মোছাব্বের হোসেন
৪ / ১৪
হাওয়ায় যেন নারকেলগাছের চুল উড়ছে
ছবি: মোছাব্বের হোসেন
৫ / ১৪
সূর্যাস্তের এই দৃশ্য চোখে লেগে থাকে
ছবি: মোছাব্বের হোসেন
৬ / ১৪
পড়ন্ত বিকেলের এই আলো চোখে আরামের পরশ বুলিয়ে দেয়
ছবি: মোছাব্বের হোসেন
৭ / ১৪
ঝিনুকের মালা বিক্রি করছে বালিকা
ছবি: মোছাব্বের হোসেন
৮ / ১৪
অসীম আকাশ আর নীল–সবুজ জলের সমুদ্র যেখানে মিলেমিশে একাকার
ছবি: মোছাব্বের হোসেন
৯ / ১৪
বালিয়াড়িতে ছোট ঝুপড়ি দোকান
ছবি: মোছাব্বের হোসেন
১০ / ১৪
বালুকাবেলায় যেন রোদ শুয়ে আছে
ছবি: মোছাব্বের হোসেন
১১ / ১৪
প্রবালের ওপর পা ফেলতে হয় সাবধানে
ছবি: মোছাব্বের হোসেন
১২ / ১৪
অসীম আকাশের মতো আনন্দও এখানে অসীম
ছবি: গোলাম রব্বানী
১৩ / ১৪
সফেদ ঢেউ আর প্রবালের মিতালি
ছবি: মোছাব্বের হোসেন
১৪ / ১৪
নীল–সবুজ জলরাশির নিত্যসঙ্গী সাদা গাঙচিল
ছবি: মোছাব্বের হোসেন