২০২৩ সালে বিদেশে ভ্রমণে ২০ হাজার কোটি ডলার ব্যয় করেছেন এই দেশের মানুষ

পূর্ব এশিয়ার এই দেশটির নাগরিকেরা বেশ ভ্রমণপ্রিয়
ছবি: সংগৃহীত

পূর্ব এশিয়ার এই দেশটির নাগরিকেরা বেশ ভ্রমণপ্রিয়। নিজেদের দেশে তো বটেই, ফুরসত পেলেই ছুটে যান বিশ্বের নানা প্রান্তে। তবে তাঁদের পছন্দের তালিকায় শীর্ষ বিদেশি গন্তব্য জাপান, থাইল্যান্ডসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। দূরদেশের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রাজিল। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) তথ্য অনুযায়ী, গত বছর এই দেশটির মানুষ বিদেশে ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করেছেন। অর্থের অঙ্কে যা ১৯৬ দশমিক ৫ বিলিয়ন বা ১৯ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার। দেশটির নাম চীন।

আরও পড়ুন
বিদেশে ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করেছেন চীনের মানুষ
ছবি: সংগৃহীত

জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থাটি গত ৪ জুন এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে ২০২৩ সালে যে দেশগুলো বিদেশে ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করেছে, এমন ১০টি দেশের নাম প্রকাশ করেছে। এই তালিকায় দেখা যায়, বিদেশে ভ্রমণে সবচেয়ে বেশি ব্যয় করেছেন চীনের মানুষ। এরপরেই আছে যুক্তরাষ্ট্রের নাম। যুক্তরাষ্ট্র বিদেশে ভ্রমণে ব্যয় করেছে ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি মার্কিন ডলার। তারপর যথাক্রমে জার্মানি ১১২ বিলিয়ন বা ১১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যুক্তরাজ্য ১১০ বিলিয়ন বা ১১ হাজার মার্কিন ডলার ও ফ্রান্স ৪৯ বিলিয়ন বা ৪ হাজার ৯০০ মার্কিন ডলার।

সেরা দশের মধ্যে অন্য পাঁচ দেশ হলো কানাডা, ইতালি, ভারত, রাশিয়া ও উত্তর কোরিয়া।

আরও পড়ুন