ঢাকার বাইরে তারকা হোটেলে বড়দিনে যা আছে
আজ বড়দিন উপলক্ষে ঢাকার বাইরের তারকা হোটেলগুলোতেও থাকছে বিশেষ আয়োজন। খাবার থেকে শুরু করে সাজসজ্জা, বদলে গেছে হোটেলের পুরো আবহ। ঝোলাভর্তি উপহার নিয়ে শিশুদের জন্য হোটেলগুলোতে অপেক্ষায় থাকবেন সান্তা ক্লজ। কোন হোটেলে আজ কী থাকছে, জেনে নিন।
র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, চট্টগ্রাম
ক্রিসমাস উপলক্ষে চট্টগ্রামের এই পাঁচ তারকা হোটেলে ৯ হাজার টাকায় কিং সাইজ রুমে থাকা যাবে এক রাত। বড়দিনে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোটেলের লবিতে থাকবে নানান কিডস অ্যাকটিভিটি। এ ছাড়া আছে বিশেষ সেট লাঞ্চ ও বিশেষ ডিনারের ব্যবস্থা।
মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, বগুড়া
ক্রিসমাস উপলক্ষে বেশ কিছুদিন আগেই হোটেল মম ইনে আলোকসজ্জা করা হয়েছে। ভেতরে সাজানো হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। এ ছাড়া বিশেষ প্রবেশ পথ, হোটেলের বাইরে খোলা জায়গায় সান্তাসহ নানা রকম ইগলু গাড়ি, ঘর ও মরিচবাতি দিয়ে আনা হয়েছে ক্রিসমাস আবহ। হোটেলের রেস্তোরাঁতেও থাকছে বিশেষ মেন্যু। জনপ্রতি ১ হাজার ৮০০ টাকায় ক্রিসমাস বুফে ডিনার ছাড়াও রুমে থাকাসহ খাবারের বিশেষ প্যাকেজ রাখা হয়েছে।
রামাদা বাই উইন্ডহ্যাম, কক্সবাজার
বড়দিনে রামাদা হোটেলের সোনালি রেস্টুরেন্টে থাকছে বিশেষ ভোজের ব্যবস্থা। ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এখানে ৩ হাজার ৫০০ টাকায় বুফে ডিনার করা যাবে। ইবিএল কার্ডের গ্রাহকেরা এই ডিনার একটি কিনলে আরেকটি ফ্রিতে পাবেন। শিশুদের জন্য থাকছে বিশেষ ক্রিসমাস কিডস কার্নিভ্যাল। যেখানে এক হাজার টাকায় এক শিশুর সঙ্গে একজন অভিভাবক প্রবেশ করতে পারবেন। এ আয়োজনে শিশুদের অ্যামিউজমেন্ট রাইড, পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ার, ক্রিসমাস ট্রি ডেকোরেশন, ফ্যাশন শো, সান্তার সঙ্গে সময় কাটানো, মুভি শো ছাড়াও স্ন্যাকস মিলবে। খেলায় বিজয়ীরা পাবে বিশেষ পুরস্কার। হোটেলের সুগন্ধা হলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পর্বটি চলবে।