বর্ষায় ব্যাগ ও জুতা নিয়ে এই পরামর্শগুলো মেনে চলুন
বৃষ্টি-কাদায় একাকার হয়ে বাইরে যাওয়ার দিন শুরু হচ্ছে। হুটহাট নেমে পড়া বৃষ্টিতে পায়ের জুতা কাদায় ভরে যেতে পারে। এ অবস্থায় কী করবেন? আবার ধরুন হাত বা পিঠের ব্যাগটির কথা। বৃষ্টিতে ব্যাগ–জুতা ভিজে গেলে দুর্ভোগ কমাতে এ সময় কী করবেন, তা জেনে নিন এখানে
চামড়ার জুতায় কাদা লাগলে প্রথমে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে, শুকনা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এরপর ভালোভাবে শুকিয়ে নেওয়ার পালা। চামড়ার জুতা বেশিক্ষণ রোদে রাখা ঠিক নয়, তাই বাতাসে শুকিয়ে নেওয়াই ভালো।
কাদা লেগে যাওয়া জুতা ধুয়ে ফেলতে পারলে খুবই ভালো। সাধারণ ব্যবহারের জন্য আজকাল কাপড়ের জুতার চল বেশি। তাই এই ধরনের জুতায় কাদা লাগলে সেটা দ্রুত ধুয়ে নিতে পারেন। শুকাতেও কম সময় লাগবে।
তবে জুতা পরিষ্কার করার সময় সাবান ব্যবহার করা উচিত নয়। অফিসে যাওয়ার পথে জুতায় কাদা লাগলে অফিসে পৌঁছে ভেজা টিস্যু দিয়ে পরিষ্কার করে, এরপর শুকনা টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন।
প্লাস্টিক বা রাবারের জুতা বেছে নিতে পারেন। ধুয়ে ফেলতে পারবেন সহজেই।
ব্যাগে কাদা লাগলে ভালোভাবে মুছে রোদে বা বাতাসে শুকিয়ে নিতে হবে। ঘড়ি বা অলংকার বাছাই করুন সচেতনভাবে। ভিজে গেলেও যেন সেগুলোর কোনো ক্ষতি না হয়। কাদা-পানি লেগে গেলে এগুলো মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন।
প্যারাস্যুট-জাতীয় কাপড়ের ব্যাগ এই সময়ের উপযোগী। রেক্সিনের ব্যাগ ব্যবহারেও আরাম পাবেন। ভারী সুতি কাপড়ের ব্যাগ এই সময়ের জন্য ভালো নয়। শুকাতে বেশি সময় লাগে। আবার ভালোভাবে না শুকালে স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে। তিলা পড়ে যেতে পারে। ব্যাকপ্যাক ব্যবহার করলে ঢেকে রাখার রেইনকোট বেছে নিন।