কাকে বিয়ে করলেন অনুব জৈন

বিয়ের পিঁড়িতে বসলেন অনুব জৈন। গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেলে ইনস্টাগ্রামে ছবি দিয়ে নিজের বিয়ের খবর জানান এই ২৯ বছর বয়সী ভারতীয় গায়ক। তবে বিয়েটা কিন্তু হয়েছে আরও চার দিন আগে; অথা৴ৎ ১৪ ফেব্রুয়ারি ভালোবসা দিবসে। কাকে বিয়ে করলেন অনুব? ছবি দেখতে দেখতে জানা যাক।

১ / ১০
ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি দিয়ে অনুব যা লিখেছেন, তার অর্থ হলো, ‘আর দেখো এখানে দুটি হৃদয়ের বিয়ের যাত্রী এসেছে।’ পঙ্‌ক্তিটি আনুবের নিজের লেখা ও গাওয়া জনপ্রিয় গান ‘জো তুম মেরে হো’ গান থেকে নেওয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
কনের নাম অনুব কোথাও বলেননি। তবে ইনস্টাগ্রামের ওই পোস্টে শুভেচ্ছাবার্তায় কনের নাম ফাঁস করে দিয়েছেন বর–কনের আত্মীয়স্বজন ও বন্ধুরাই। সেখান থেকেই সবাই জানা গেছেন, কনের নাম হৃদি নারাং।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
হৃদির সঙ্গে দীঘ৴দিনের প্রেম অনুবের। তবে সেটা ঠিক কত দিনের, তা প্রকাশ করেননি এই নবদম্পতি। ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদির সঙ্গে একটা সাদা-কালো ছবি প্রকাশ করেছিলেন অনুব। তা ছাড়া বেশ কয়েকটি সাক্ষাৎকারে প্রেম করছেন, এমন আঁচও দিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
হৃদি উদ্যোক্তা। সুগন্ধিযুক্ত সয়া মোমবাতি তৈরি করেন। তাঁর উদ্যোগটির নাম ‘গুরুওম ক্যান্ডেলস’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে বিজনেস মার্কেটিংয়ে স্নাতক করেছেন হৃদি। একই বিষয়ে স্নাতকোত্তর করেছেন সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষে ভারতের বহুজাতিক করপোরেশন মুলেন লো লিন্টাসে ব্র্যান্ড সার্ভিস ম্যানেজার হিসেবে কাজ করেছেন। দিল্লির আয়ুধাম সোসাইটি ফর ওল্ড অ্যান্ড ইনফার্মে করেছেন শিক্ষকতাও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
বই পড়তে ভালোবাসেন হৃদি। যোগব্যায়াম করেন নিয়মিত। কফি তাঁর খুব প্রিয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
ইনস্টাগ্রামে আনুবের ফলোয়ার ২৬ লাখ, আর হৃদির ফলোয়ার ৫০০–এর কম। বোঝাই যাচ্ছে, অনুবের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নীরব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
হালকা গোলাপি রঙের রাজকীয় শেরওয়ানিতে বর সেজেছেন অনুব। কনের পরনে ছিল ভারতীয় ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
বিয়েতে নিজের লেখা ও গাওয়া প্রেমের গানগুলোর তালে তালে নেচেছেন অনুব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
বিয়ের মেহেদির আয়োজনে অনুব–হৃদি পরেছেন ঝলমলে জরি সুতার কারুকাজ করা পোশাক। লাল, কালো ও সোনালি রংগুলোই প্রাধান্য পেয়েছে তাঁদের পোশাকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন