এই গরমে যেভাবে বাঁধবেন শিশুদের চুল

গরমে অনেকেই চুল কেটে ফেলেন। মনে করেন ঘাড়ের ওপর না থাকলেই তো শান্তি। কিন্তু যাদের চুল বড়, বিশেষ করে ছোট মেয়েদের বেলায়, কীভাবে সামলাবে চুলগুলো। ঝুঁটি করা তো যায়ই, সেটার মধ্যে যদি যোগ করে নেওয়া হয় ছোট ছোট বিষয়, দেখতে ভালো লাগবে। চুল যারা খোলা রাখতে চায়, তারাও চুলের কিছুটা অংশ বেঁধে বাকিটা খোলা রাখতে পারে। ছোটরা সাধারণত চুল বাঁধতে চায় না। এ কারণে চুল যতটা সহজ এবং ভিন্নভাবে বাঁধতে পারবেন, ততটাই স্টাইলিশভাবে বাঁধা চুল নিয়েই ঘুরে বেড়াবে সারা দিন।

বো-এর মতো করে ওপরের অংশটুকু বেঁধে নিতে পারেন।
ছবি : কবির হোসেন

একটা ঝুঁটি করলেও যোগ করতে পারেন বাড়তি স্টাইল। বো-এর মতো করে ওপরের অংশটুকু বেঁধে নিতে পারেন। ঝুঁটির নিচের অংশটুকু কার্লার দিয়ে হালকা কোঁকড়া করে দিতে পারেন।

সামনের দিকের চুলেও আসবে ভিন্নতা
ছবি : কবির হোসেন

কপালের অংশ থেকে ছোট ছোট করে চুল নিয়ে বেঁধে দিতে হবে। বাকি চুল খোলা রাখতে পারে (ডানে)। দুইটা ঝুঁটি করে চুলগুলো এভাবেও রাবার ব্যান্ড দিয়ে আটকে দেওয়া যেতে পারে (বামে)। সামনের দিকে কিছুটা চুল বেণি করে নিতে পারেন। এতে করে সামনের দিকেও চলে আসবে ভিন্নতা।

ছোট ছোট ক্লিপ ঝুঁটি বাঁধার জায়গায় আাটকে দিন
ছবি : কবির হোসেন

দুই ঝুঁটি করলে এ ধরনের ছোট ছোট ক্লিপ আটকে দিতে পারেন ঝুঁটি বাঁধার জায়গায়। তার আগে রাবার ব্যান্ডের ওপর চুল ঘুরিয়ে আটকে দিতে পারেন।