সুন্দরী প্রতিযোগিতা ‘মিস কসমোয়’ অংশ নিয়ে কী অভিজ্ঞতা হলো অনন্যার

২৪ বছর বয়সে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফারজানা ইয়াসমিন। লোকে তাঁকে বেশি চেনে অনন্যা নামে। সম্প্রতি তিনি ফিরেছেন ভিয়েতনাম থেকে। ভিয়েতনামের হো চি মিন শহরে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস কসমো’। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় গিয়েছিলেন অনন্যা। জায়গা করে নিয়েছেন সেরা ২১-এ। ফোনলাপে এই অভিজ্ঞতা জানালেন তিনি।

১ / ৯
ভিয়েতনামের হো চি মিন শহরের সাইগন রিভারসাইড পার্কে এ প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের ৫৯টি দেশ ও অঞ্চলের নির্বাচিত সুন্দরীরা। ১৫ সেপ্টম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলে এই প্রতিযোগিতা
ছবি: অনন্যার সৌজন্যে
২ / ৯
আয়োজনের শেষ দিন সুন্দরীদের প্রথমে সেরা ২১, তারপর সেরা ১০ এভাবে কয়েকটি ধাপে বিজয়ী নির্বাচন করা হয়। এই পর্বে সেরা ২১ নির্বাচিত হন অনন্যা। এ ছাড়া প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ পর্ব ‘গ্রিন সামিট’–এ সেরা আটজনের একজন হিসেবে আয়োজকেরা বেছে নেন অনন্যাকে
ছবি: অনন্যার সৌজন্যে
৩ / ৯
২৪ বছর বয়সে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অনন্যা। যাঁর শুরুটা ২০২১ সালে আয়োজিত ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে। এরপর ২০২৩ সালে জাপানে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন অনন্যা
ছবি: অনন্যার সৌজন্যে
৪ / ৯
ঢাকা বিশ্ববিদ্যায়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে স্নাতক করেছেন অনন্যা। বন্ধুদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন রিবর্ন ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে দেশের নানা রকম দুর্যোগে এই সংগঠনের মাধ্যমে নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন অনন্যারা
ছবি: ফেসবুক থেকে
৫ / ৯
মিস কসমো প্রতিযোগিতা প্রসঙ্গে অনন্যা বলেন, ‘একসঙ্গে এত দেশের নারীদের সঙ্গে মেশার এই সুযোগ জাপানে গিয়েও পেয়েছিলাম। তবে এবার বিশেষভাবে ভালো লেগেছে ভিয়েতনামের বিখ্যাত ডিজাইনারের পোশাক পরে অন্য রকম এক রানওয়েতে হাঁটতে পেরেছি বলে। এ ছাড়া নতুন নতুন অনেক বিষয় শেখার থাকে এসব জায়গা থেকে।’
ছবি: ফেসবুক থেকে
৬ / ৯
আর পুরোটা সময় নিজের নাম ভুলে শুধুই বাংলাদেশ নামে পরিচিতি পেতে কী যে ভালো লাগে, সেটা এমন প্রতিযোগিতায় এলে নতুনভাবে উপলব্ধি করা যায়। সারাক্ষণ সবাই ডেকছে, “এই বাংলাদেশ, এদিকে এসো”; “বাংলাদেশ, খেয়েছ?” “বাংলাদেশ, মঞ্চে ওঠো”
ছবি: অনন্যার সৌজন্যে
৭ / ৯
মিস কসমোয় অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিযোগীর মধ্য থেকে কয়েকজনকে বেছে নিয়েছিলেন ভিয়েতনামের প্রখ্যাত ডিজাইনার লে থান হোয়া। তাঁর নতুন উইন্টার কালেকশন দেখাতে একটি বিশেষ ফ্যাশন শোর জন্য অনন্যাকেও তিনি বেছে নেন।
ছবি: মিস কসমোর ফেসবুক পেজ থেকে
৮ / ৯
পাহাড়ের ভেতর দিয়ে বয়ে চলা একটি নদীর ওপর রানওয়ে বানিয়ে এই ফ্যাশন শো আয়োজন করা হয়। মডেলরা আসেন নৌকায় চড়ে। অংশগ্রহণকারী ছাড়াও এই ফ্যাশন শো দেখে অতিথিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ছবি: মিস কসমোর ফেসবুক পেজ থেকে
৯ / ৯
যশোরের মেয়ে অনন্যা বেশ কয়েক বছর ধরেই নিয়মিত কাজ করছেন ফ্যাশন মডেল হিসেবে। ভবিষ্যতে কূটনীতিক হিসেবে কাজ করতে চান। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান
ছবি: ফেসবুক থেকে