নাগা ও শোভিতার বিয়ের আরও কিছু অদেখা ছবি
একে একে সামনে আসছে ভারতের বড় পর্দার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে বিয়ের ছোট ছোট ভিডিও ক্লিপ। ঘটির ভেতর থেকে নাগাই আগে খুঁজে পেয়েছেন আংটি। মঙ্গলসূত্র পরানোর সময় শোভিতার মুখে ছিল হাসি আর চোখের কোণে চিকচিক করেছে জল। এসব ভিডিওর নিচে জমা হচ্ছে লাখো শুভেচ্ছা। তবে নেতিবাচক মন্তব্যের সংখ্যাও কম নয়। অনেকে শোভিতার সঙ্গে নাগার সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর তুলনা করে দুয়োধ্বনি তুলছেন। অনেকে আবার বিচ্ছেদের দুই বছর গড়াতে না গড়াতেই নতুন করে সাতপাকে বাঁধা পড়াকে মেনে নিতে পারছেন না কিছুতেই। আগের সম্পর্ক ভাঙার দোষ চাপাচ্ছেন নাগার ঘাড়ে। কেউ কেউ আবার সদ্য বিবাহিত এই জুটিকে মেনেই নিতে পারছেন না। মন্তব্যে ‘কয় দিন এই সংসার টেকে, দেখা যাবে’ লিখে চ্যালেঞ্জও জানাচ্ছেন কেউ কেউ। সে যা-ই হোক, দেখে নেওয়া যাক সদ্য বিবাহিত এই জুটির বিয়ের আরও কিছু ছবি।