নাগা ও শোভিতার বিয়ের আরও কিছু অদেখা ছবি

একে একে সামনে আসছে ভারতের বড় পর্দার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে বিয়ের ছোট ছোট ভিডিও ক্লিপ। ঘটির ভেতর থেকে নাগাই আগে খুঁজে পেয়েছেন আংটি। মঙ্গলসূত্র পরানোর সময় শোভিতার মুখে ছিল হাসি আর চোখের কোণে চিকচিক করেছে জল। এসব ভিডিওর নিচে জমা হচ্ছে লাখো শুভেচ্ছা। তবে নেতিবাচক মন্তব্যের সংখ্যাও কম নয়। অনেকে শোভিতার সঙ্গে নাগার সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর তুলনা করে দুয়োধ্বনি তুলছেন। অনেকে আবার বিচ্ছেদের দুই বছর গড়াতে না গড়াতেই নতুন করে সাতপাকে বাঁধা পড়াকে মেনে নিতে পারছেন না কিছুতেই। আগের সম্পর্ক ভাঙার দোষ চাপাচ্ছেন নাগার ঘাড়ে। কেউ কেউ আবার সদ্য বিবাহিত এই জুটিকে মেনেই নিতে পারছেন না। মন্তব্যে ‘কয় দিন এই সংসার টেকে, দেখা যাবে’ লিখে চ্যালেঞ্জও জানাচ্ছেন কেউ কেউ। সে যা-ই হোক, দেখে নেওয়া যাক সদ্য বিবাহিত এই জুটির বিয়ের আরও কিছু ছবি।

১ / ১৬
বিয়ের চার দিন পর অবশেষে শোভিতা ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নেওয়ার অবসর পেলেন।
২ / ১৬
নিজেদের বিয়ের ১০টি যৌথ ছবি ও পরে বউয়ের সাজে নিজের ৭টি ছবি ভাগ করে নিয়েছেন শোভিতা।
৩ / ১৬
আট ঘণ্টাব্যাপী বিয়ের অনুষ্ঠানে শোভিতাকে ৩টি শাড়িতে ও নাগাকে দুইটি লুকে দেখা গেছে।
৪ / ১৬
যে লম্বা শাড়িটি শোভিতা ও নাগা দুজনের গায়ে জড়িয়েছেন, সেটির কথা তেলেগু ভাষায় ক্যাপশনে লিখেছেন শোভিতা। লিখেছেন, ‘এটি খুবই পবিত্র একটা কাপড়। আমি যাতে দীর্ঘজীবী হই, সেজন্য কাপড়টি গুরুত্বপূর্ণ। আমি সেই কাপড়ে তোমাকে জড়িয়ে নিলাম। তুমিও আমার সঙ্গে সুখে শতবর্ষী হও।’
৫ / ১৬
বিশেষ সেই সাদা শাড়ি আর জমকালো সোনার গয়নায় হয়েছে মালাবদল। পরিচয়ের দুই বছরের মাথায় বিয়ে করলেন এই জুটি।
৬ / ১৬
বিয়ের সব ছবিতেই বর–কনে দুজনেই দেখা দিয়েছেন হাসিমুখে।
৭ / ১৬
বউ সাজে শোভিতার ছবিগুলো পছন্দ করেছেন ভক্তরা। একজন লিখেছেন, শোভিতাকে নাকি রাজা রবি ভার্মার চিত্রশিল্পের মতো লাগছে। ঐতিহ্য, আভিজাত্য আর নান্দনিকতায় পরিপূর্ণ।
৮ / ১৬
তবে এসব ছবির নিচে নেতিবাচক মন্তব্যও কম নয়। শোভিতার সঙ্গে সামান্থা রুথ প্রভুর বিয়ের সাজের তুলনা করে কেউ কেউ লিখেছেন, ‘সামান্থার সঙ্গে কোনো তুলনাই চলে না। এ তো শোঅফ আর কপি–পেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘গয়নাগুলো নকল মনে হচ্ছে। ও মনে পড়েছে, ঐশ্বরিয়া রাই “পোনিয়িন সেলভান” সিনেমায় পরেছিলেন।’
৯ / ১৬
আক্কিনেনি পরিবারের পারিবারিক ছবি। মধ্যমণি হয়ে আছেন নাগা চৈতন্য।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৬
তেলেগু রীতি মেনে আট ঘণ্টা ধরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নাগা ও শোভিতা। দুজনের পোশাকেও ছিল দক্ষিণি ঐতিহ্যের ছোঁয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৬
ডিসেম্বরের ৪ তারিখ শীতের সন্ধ্যায় বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘি রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং পূর্বপুরুষদের নাম লেখা খয়েরি পঞ্চো।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৬
শোভিতার পরনে ছিল সোনালি কাঞ্জিভরম শাড়ি। মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না, যার সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্য। বিয়ের প্রায় সব আয়োজনেই প্রাধান্য পেয়েছে সোনালি শাড়ি আর সোনার গয়না।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৬
ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের পাশাপাশি বিয়েতে উপস্থিত ছিলেন কজন দক্ষিণ ভারতীয় তারকাও—রানা দাগুবাতির সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৬
আক্কিনেনিদের আরেকটি পারিবারিক ছবি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৫ / ১৬
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে পূজা দিতে যান এই জুটি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৬
নাগা ও শোভিতার পুরোনো ঘুরে বেড়ানোর ছবিও হয়েছে ভাইরাল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন